সিলেটের দক্ষিণ সুরমায় পুলিশের অভিযানে ১১ জুয়ারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শনিবার (২১ জুলাই) রাত সোয়া ১০টা দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামসুদ্দোহা, পিপিএম, অফিসার ইনর্চাজ, নির্দেশনায় ও পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল হোসেন এর নেতৃত্বে বাবনা জিঞ্জিরশাহ মাজার, ক্বীন ব্রিজের নিচে এবং চাঁদনীঘাট মাছ বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, নগরী দক্ষিণ সুরমা থানার ভার্থখলার মো. হারুন মিয়া'র ছেলে সোহাগ মিয়া (২২), নগরীর চাঁদনীঘাটের মৃত ময়না মিয়ার ছেলে সালেক মিয়া (৪০), কুষ্টিয়া জেলার মিরপুর থানার নওদা কল্যাণপুর এলাকার মৃত মকছেদ সরদারের ছেলে বর্তমানে মেটাল প্লাস, কদমতলী আমিরুল ইসলাম (৪০),দক্ষিণ সুরমা লালাবাজার ইউনিয়নের বাহাপুর গ্রামের মৃত রইছ আলীর ছেলে মো. সুজন মিয়া (৪০), সুনামগঞ্জ জেলার শাল্লা থানার, সাং-আনন্দপুর, বর্তমানে- মুছারগাঁও, তাজুল মিয়ার কলোনী মৃত ননি গোপাল রায়ের ছেলে রণরায় (৩৮), সুনামগঞ্জ জেলার ছাতক থানার শিমুলতলা গ্রামের ইছাক আলীর ছেলে বর্তমানে জেলরোড, মুর্শেদের বাড়ীর আলম (২৫), গোলাপগঞ্জ থানার রপিপুর, নোয়াবাড়ীর রুয়াব আলীর ছেলে খালেদ আহমদ (২৬), গোলাপগঞ্জ থানার রপিপুর, নোয়াবাড়ীর ওয়ারিছ আলীর ছেলে রাজন মিয়া (২০), ওসমানীনগর উপজেলার মজিদপুর গ্রামের মৃত সাজিদ উল্লাহর ছেলে আব্দুল কালাম (৪৭), সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার দাওরাই গ্রামের বর্তমানে বালুচর, থানা-শাহপরান (রহ:) মহেশ সূত্রধরের ছেলে সজল সুত্রধর (৩৮), দক্ষিণ সুরমা থানার নগরীর চাঁদনীঘাটের বীরেন্দ্র পালের ছেলে নিখিল পাল (৪৫)কে জুয়া খেলার স্থান হইতে জুয়া খেলার সামগ্রীসহ আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামসুদ্দোহা, পিপিএম।