সিলেট মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী কে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মনোনীত করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়ে
সিলেটে বিএনপির পক্ষ থেকে এক আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ জুন) বিকাল ৩টার সময় নগরীর ঐতিহাসিক রেজিষ্ট্রারী মাঠ থেকে শুরু করে মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে চৌহাট্টা পয়েন্টে গিয়ে শেষ হয়।
মিছিল পরবর্তী সময়ে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাজপথের নেতাকর্মীদের সবসময় মূল্যায়ন করেন। মিফতাহ্ সিদ্দিকী-কে জাতীয় নির্বাহী কমিটিতে সহ সাংগঠনিক সম্পাদক মনোনীত করায় আন্দোলন, সংগ্রাম, ত্যাগ এর মূল্যায়ন ও সিলেটবাসীর আশা আকাঙ্খার প্রতিফলন হয়েছে। আগামীতে মিফতাহ্ সিদ্দিকীর নেতৃত্বে
সিলেট বিভাগে বিএনপি সাংগঠনিক কার্যক্রমে আন্দোলন, সংগ্রামে সর্বোচ্চ ভূমিকা পালন করবে ইনশাল্লাহ।”
মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক সুরমান আলী,
সিলেট জেলা যুবদলের সাবেক সভাপতি আব্দুল মান্নান, সিলেট জেলা বিএনপির সহ সভাপতি ইকবাল আহমদ, সিলেট জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন, জেলা বিএনপির উপদেষ্টা নিজাম উদ্দিন জাযগীরদার, সিলেট মহানগর বিএনপির সাবেক সহ সভাপতি সুদীপ রঞ্জন সেন বাপ্পু, আবুল ফাত্তাহ বকশি, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এড.মুজিবুর রহমান, মহানগর বিএনপি সাবেক দপ্তর সম্পাদক রেজাউল করিম আলো, মহানগর বিএনপির নেতা মহবুব চৌধুরী, সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ব্যারিষ্টার রিয়াসাদ আজিম আদনান, জেলা বিএনপির উপদেষ্টা ফরিদ উদ্দিন, মহানগর বিএনপির সাবেক উপদেষ্টা সাইদুর রহমান ভুদুরি, কেন্দ্রীয় স্বেচছাসেবক দলের সহ সাংগঠনিক সম্পাদক কামাল হাসান জুয়েল, জেলা বিএনপির হাবিবুর রহমান হাবিব, দিলোয়ার হোসেন দিলু, সুনামগঞ্জ জেলা যুবদলের সভাপতি আবুল মনসুর মোহাম্মাদ শওকত, সিলেট জেলা শ্রমিকদলের আহবায়ক আব্দুল আহাদ,
সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুস সামাদ তুহেল, মৌলভীবাজার স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জি এম মুক্তাদির রাজু, মহানগর কৃষকদলের সাবেক সদস্য সচিব মারুফ আহমদ টিপু, সিলেট জেলা মহিলাদলের সাধারণ সম্পাদক ফাহিমা কুমকুম প্রমুখ।
মিছিল পূর্ব সমাবেশে ঐতিহাসিক রেজিষ্ট্রারী মাঠে বিএনপি চেয়ারপারসন, বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর সুস্থতা কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন মাওলানা সালেহ আহমদ।