সিলেটে যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে মহান মে দিবস। সোমবার (১ মে) সকালে সিলেট জেলা প্রশাসন ও আঞ্চলিক শ্রম দপ্তর ও শ্রম কল্যাণ কেন্দ্রর উদ্যোগে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি নগরের কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে।
এছাড়া নগরের কোর্ট পয়েন্টে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ, ক্বীনব্রিজ প্রাঙ্গণে প্রগতিশীল রাজনৈতিক সংগঠনসমূহ, লাক্কাতুড়া চা বাগানে সম্মিলিত নাট্য পরিষদের আয়োজনে আলোচনা ও সাংস্কৃতিক আয়োজন করা হয়েছে।
দিনভর বিভিন্ন শ্রমিক সংগঠনের আয়োজনে র্যালি ও আলোচনা সভার আয়োজন রয়েছে। এ সব আয়োজনের মাধ্যমে শ্রমিকদের ন্যায্য পাওনা ও রাষ্ট্রীয় সুযোগসুবিধা নিশ্চিতের দাবি তুলে ধরা হচ্ছে।