ঢাকা, রবিবার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ই পৌষ ১৪৩১

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক শিক্ষক পরিষদের নতুন নেতৃত্ব

সিলেট ব্যুরো: | প্রকাশের সময় : মঙ্গলবার ১৪ ডিসেম্বর ২০২১ ০১:১১:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

২০২২ সালের জন্য সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক শিক্ষক পরিষদেহ নেতৃত্ব নির্ধারণে গত ১৩ ডিসেম্বর নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে শিক্ষকদের স্বতস্ফূর্ত অংশগ্রহনে সংগঠনটির সভাপতি হিসাবে প্রফেসর ড. মোঃ অনোয়ার হোসেন, ফার্মাকোলজী এন্ড টক্সিকোলজী বিভাগ এবং সাধারণ সম্পাদক হিসাবে ড. মোঃ মোশারফ হোসেন সরকার, মৃত্তিকা বিজ্ঞান বিভাগ নির্বাচিত হয়। খুব শীঘ্রই পূর্ণাংগ কমিটি আত্মপ্রকাশ করবে। উক্ত নেতৃত্বের হাত ধরে বিশ্ববিদ্যালয়ের চলমান অগ্রযাত্রা আরও বেগবান হবে বলে বিশ্ববিদ্যালয় পরিবারের সবার অভিমত।

সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাধীনতা পরবর্তী কালে বঙ্গবন্ধুর উন্নততর কৃষি ভাবনার কারণে বাংলাদেশের কৃষিতে উন্নয়নের শুভ সূচনা হলেও ১৯৭৫ পরবর্তী দীর্ঘ সময় অগণতান্ত্রিক সরকার ক্ষমতায় থাকায় দেশের কৃষি খাত আবারও স্থবির হয়ে পড়ে। যদিও বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গণমানুষের দল বাংলাদেশ আওয়ামীলীগ ক্ষমতায় আসার পর দেশের কুষিতে উন্নয়নের গতিলাভ সঞ্চার হয়। এতদসত্তে¡ও দেশের কিছু অঞ্চল কৃষিতে কিছুটা পিছিয়ে থাকে; তন্মধ্যে সিলেট বিভাগ উল্লেখযোগ্য।

এই অসাম্যতা দূরীকরণে ২০০৬ সালে তৎকালীন সিলেট সরকারী ভেটেরিনারী কলেজকে কৃষি বিশ্ববিদ্যালয়ে উন্নীত করা হয়। প্রতিষ্ঠালাভের পর থেকেই বিশ্ববিদ্যালয়টি গুনগত মানের গ্র্যাজুয়েট তৈরী ও যুগোপযোগী গবেষণা পরিচালনার মাধ্যমে সিলেট তথা সমগ্র দেশের কৃষি উন্নয়নে অগ্রণী ভূমিকা রেখে আসছে। উন্নয়নের এই অগ্রযাত্রায় মূল চালিকা শক্তি হিসাবে কাজ করছে বিশ্ববিদ্যালয়টির অভিজ্ঞ ও উন্নততর জ্ঞান সমৃদ্ধ শিক্ষকমন্ডলী যার নেতৃত্বে রয়েছে বঙ্গবন্ধুর আদর্শে বলীয়ান শিক্ষকবৃন্দের সংগঠন গণতান্ত্রিক শিক্ষক পরিষদ।