ঢাকা, সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ৪ঠা অগ্রহায়ণ ১৪৩১

সিলেট সিটির এক নম্বর ওয়ার্ড নিয়ে নানান পরিকল্পনা মুফতি কামুর

সিলেট ব্যুরো: | প্রকাশের সময় : মঙ্গলবার ১৮ এপ্রিল ২০২৩ ১২:১৩:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন



সিলেট সিটি করপোরেশনের এক নম্বর ওয়ার্ড অত্যন্ত গুরুত্ব বহন করে নানান কারণে। যার মধ্যে অন্যতম কারণ হচ্ছে এই ওয়ার্ডে রয়েছে হযরত শাহজালাল (রহ.) এর মাজার শরিফ। এছাড়া হযরত শাহজালাল (রহ.) সঙ্গী ৩৬০ আউলিয়ার বেশ কয়েকজনের মাজার রয়েছে এই ওয়ার্ডে। এখান থেকেই সিলেট শহরসহ পুরো বিভাগে আধ্যাত্মিকতার আমেজ বিরাজ করে। কিন্তু এই ওয়ার্ডটি অনেকটা অবহেলিত। এই অবহেলার অবসান ঘটাতে চান মুফতি কমর উদ্দিন কামু।

দৈনিক বায়ান্নকে দরগাহ মহল্লার কৃতি সন্তান মুফতি কমর উদ্দিন কামু এক নম্বর ওয়ার্ডকে সাজিয়ে তোলার পরিকল্পনার কথা জানিয়েছেন।
মুফতি কামু জানান, আসন্ন সিলেট সিটি করপোরেশন নির্বাচনে তিনি এক নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর প্রার্থী হিসেবে প্রতিদ্বন্ধিতা করবেন।

তিনি বলেন, হযরত শাহজালাল (রহ.) এর মাজার জেয়ারত করতে প্রতিদিনই অসংখ্য ভক্ত সিলেট আসেন। এসব ভক্তের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি সর্বোচ্চ পদক্ষেপ নেবেন-যদি তিনি কাউন্সিলর নির্বাচিত হন। এছাড়া এক নম্বর ওয়ার্ডের পুরো এলাকা সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসবেন।
 
মুফতি কামু জানান, জলাবদ্ধতা এই ওয়ার্ডের অন্যতম সমস্যা। এই জলাবদ্ধতা দূর করতে তিনি পরিকল্পিতভাবে কাজ করবেন। ওয়ার্ডের রাস্তাঘাটের উন্নয়নে পদক্ষেপ নেবেন বলেও জানান।