ঢাকা, সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ই পৌষ ১৪৩১

সুনামগঞ্জের ধর্মপাশায় জেলা প্রশাসকের মতবিনিময়

কাজী জমিরুল ইসলাম মমতাজ, সুনামগঞ্জ : | প্রকাশের সময় : শনিবার ১ জানুয়ারী ২০২২ ০৮:১৪:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

সুনামগঞ্জের ধর্মপাশা ও মধ্যনগর উপজেলায় ৫ম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে দুই উপজেলার ১০টি ইউনিয়নের সকল পদের প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের সাথে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে এবং আচরণবিধি ও আইনশৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে মতবিনিময় করেন জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর আলম।

 
১ জানুয়ারি সকাল ১১ টায় ধর্মপাশা উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির হাসান এর সভাপতিত্বে, এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
 
সভায়  প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন বলেন সব প্রার্থীকে আচরণ বিধি মানতে হবে। আচরণ বিধি না মানলে কাউকে ছাড় দেওয়া হবে না।
 
সভায় আরও বক্তব্য রাখেন, সুনামগঞ্জের পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানে বিপিএম, ধর্মপাশা থানার অফিসার ইনচার্জ ওসি খালেদ চৌধুরী, বিভিন্ন ইউনিয়নের দায়িত্বে নিয়োজিত রিটার্নিং কর্মকর্তাবৃন্দ।