ঢাকা, শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১
প্রধানমন্ত্রীর দপ্তরের নির্দেশকে দেখালেন বৃদ্ধাঙ্গুলি

সৈয়দপুরে গরীব বস্তিবাসীর কোরবানির মাংস মেরে খেলেন হিড এনজিওর নির্বাহী পরিচালক হারূন-অর-রশিদ

নিজস্ব প্রতিবেদক : | প্রকাশের সময় : সোমবার ১৮ জুলাই ২০২২ ০৩:৩৩:০০ পূর্বাহ্ন | দেশের খবর

সৈয়দপুর হিউম্যানিটি ইন ডিসট্রেস (হিড) এর এনজিও সংস্থার নির্বাহী পরিচালক হারূন-অর-রশিদ,সৈয়দপুরের এফওএইচ নামে প্রাইমারী বিদ্যালয় ও গরীব বস্তিবাসী দুস্থ  পরিবারে কোরবানি মাংস বিতারনের জন্য আমেরিকান সংস্থা ফ্রেন্ডস অফ হিউম্যানিটি ৪৫হাজার ডলার,যা বাংলাদেশী মুদ্রায় ৩৯লক্ষ ৪০ হাজার টাকা ,সৈয়দপুর উপজেলার জন্য ৫০টি গরু ৪০টি ছাগল বরাদ্ধ আসে উক্ত বরাদ্ধে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যলয়ে সারক নাম্বার ০৩.০৭.২৬৬৬.৬৬৪.৬৯.১৫০.১২-৩৩৩ তারিখ :-১৬/৬/২২ পরিপত্রের প্রথম শর্ত সংশ্লিষ্ট জেলাপ্রসাশক ও উপজেলা নির্বাহী অফিসারকে সম্পৃক্ত রেখে প্রকল্প বাস্তবায়ন করতে হবে । কিন্তুু হিউম্যানিটি ইন ডিসট্রেস (হিড) কতৃপক্ষের নির্বাহী পরিচালক হারূন-অর-রশিদ ও তার সৈয়দপুরের এজন্টে লতিফ সহ তার কিছু দলবল নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যলয়ের নির্দেশনা ও নীতিমালাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নিজেরা কম মূলের পশু ক্রয় করে গোপনে  কোরবানি করে প্রশাসনকে অবগত না করে নিজস্ব এজেন্ট মাধ্যমে বিলি বন্টন করে , একাধিক বস্তিবাসীকে কোরবানী মাংস হতে বঞ্চিত করেছে বলে  বস্তিবাসী অভিযোগ করেছেন ।

 

 এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার শামীম হুসাইন সাথে মুঠো ফোনে যোগাযোগ করলে তিনি গনমাধ্যমকে জানান যেহেতু আমাকে এ বিষয়ে অবগত করা হয়নি, তাই আমি এ কোরবানির বিষয়ে কিছু জানিনা।  

চামড়া গুদাম ক্যাম্প বাসীন্দা অরমানের সাথে দৈনিক বায়ান্নর  কথা হলে তিনি জানান আমরা প্রথম দিন কোরবানি করেছি ২৩টি গরু ও ১০টি ছাগল, ২য় দিন ১২টি গরু ও ছাগল কোরবানী হয়েছে , তার অভিযোগ অনুসারে প্রথম দিন কিছু এজেন্ট এর দালাল মাংস চুরি করার চেষ্টা করলে সে বাধা দিলে ২য় দিন তাকে আর কাজে নেওয়া হয়নি , এ বেপারে ২নং ওয়ার্ড আওয়ামিলীগ নেতা হিটলার চৌধুরি ভলু জানান,তার বাড়ীর পেছনে ক্যম্পটিতে ও মাংস বিতারণ করা হয়নি । চামড়া গুদাম ক্যাম্প এর একাধিক বস্তিবাসী কোরবানির সারাদিন অপেক্ষায় থেকেও কোন মাংস পায়নি তারা । এ ব্যপারে বস্তিবাসীদের মধ্যে চলছে চাপা উত্তেজনা । উক্ত এনজিও হিড এর কৃতপক্ষেকে প্রধানমন্ত্রীর দপ্ততরের নির্দেশকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর বিষয়ে ঘটানাস্থলে গিয়ে প্রশ্ন করলে সঠিক উওর না দিয়ে সাংবাদকিকে ম্যানেজ করার চেষ্টা করেন এবং তারা আরও অভিযোগ করেন সংশ্লিষ্টকতৃ পক্ষ স্কুলের বাচ্চাদের টিফিনের খাবার ও নিম্নমানের দিয়ে থাকে। এ বিষয়ে বস্তিবাসীর একাধিক নেতা দাবী জানিয়েছেন ঘটনার সুষ্ট তদন্ত করে দায়ীদের বিরোদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার।