ঢাকা, শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ঠা আশ্বিন ১৪৩১

সৈয়দপুর রেলের স্টোর ডেলিভারী ভ্যান থেকে চোরদের কাছে মূল্যবান সরঞ্জাম বিক্রি

মোতালেব হোসেন | প্রকাশের সময় : রবিবার ১৪ নভেম্বর ২০২১ ০৭:৩৯:০০ অপরাহ্ন | দেশের খবর

সৈয়দপুর রেলওয়ের ষ্টোর ডেলিভারী ভ্যান রেলের মূল্যবান যন্ত্রাংশ নিয়ে বিভিন্ন জায়গায় রেলপথ মেরামতের কাজ করে থাকে। নতুন যন্ত্রাংশ লাগিয়ে ও সরবরাহ করে পুরাতন যন্ত্রাংশ ফেরত নিয়ে এসে তা জমা দেওয়ার কথা রেল কারখানার মূল ষ্টোরশপে।

পথিমধ্যে রেলের এই অসাধু ষ্টোর ডেলিভারী ভ্যান ইনচার্জ কৌশল করে পুরাতন মালামাল জমা নেওয়ার সময় লিষ্ট অনুযায়ী মাল কাগজে কম দেখিয়ে অতিরিক্ত মাল নিয়ে এসে সৈয়দপুর চোরাই সিন্ডিকেটের নিকট বিক্রি করে দেয়। 

মালামালসহ ষ্টোর ডেলিভারী ভ্যানটি নিয়ম মাফিক একদিন ষ্টেশন এলাকায় দাড়িয়ে থাকে। গতকাল ১৩ই নভেম্বর উক্ত ষ্টোর ডেলিভারী ভ্যান সৈয়দপুর বেঙ্গল থানার সামনে পাথরের ওয়াগনের আড়ালে দাড়িয়ে রাস্তা থেকে আড়াল করে রাখা হয় যাতে বাইরের কেউ সহজে বুঝতে না পারে সেখানে কি ঘটছে। গতকাল ১৩ই নভেম্বর সন্ধ্যায় মালামাল পাচার করার সময় মুন্সীপাড়া কিছুক্ষন বেকারীর সামনে স্থানীয় জনতা চোরাই মাল আটকে দেয়। ততক্ষনাৎ চোরাই মালের ক্রেতা আওয়ামীলীগ নেতা দেলোয়ার হোসেন খোকা ঘটনাস্থলে উপস্থিত হয়ে দলীয় প্রভাব দেখিয়ে মালামালগুলি নিয়ে যায়। 

গোপন সংবাদে আরো জানা যায় থানার পাশের বাসিন্দা বেলারুশ মহল্লার আইউব নামের একজন চোরাই লোহার কারবারী গভীর রাতে উক্ত ডেলিভারী ভ্যান থেকে মূল্যবান তামা পিতলের চাকার বুশ, ব্রেক প্লেটসহ লক্ষাধিক টাকার মালামাল সিন্ডিকেটের মাধ্যমে গাড়ি থেকে নামিয়ে নেয়। গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে ডেলিভারী ভ্যানের দরজার সামনে মাটিতে রাতের বেলা মালামাল চুরির যে তথ্য ছিলো তা আসলে সত্য, প্রমানস্বরুপ সোর্স মাটিতে মালামাল নামানোর চিহ্ন ষ্পষ্ট দেখিয়ে দেয়। এব্যাপারে আইউবকে খোজাখুজি করলে তাকে পাওয়া যায়নি। ষ্টোর ডেলিভারী ভ্যানের ইনচার্জকে খোজা শুরু করলে তিনিও সেখান থেকে সটকে পড়েন।