ঢাকা, শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১

সৌদি আরবে ১১ হাজারের বেশি অভিবাসী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : | প্রকাশের সময় : সোমবার ৮ মে ২০২৩ ০৬:৪৫:০০ অপরাহ্ন | অর্থনীতি ও বাণিজ্য

বাসস্থান, শ্রম ও নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে গত এক সপ্তাহে ১১০০ হাজারেরও বেশি অভিবাসীকে গ্রেপ্তার করেছে সৌদি আরব।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে জানায়, গত ২৭ এপ্রিল থেকে ৩ মে পর্যন্ত ১১ হাজার ৭৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

 

 

স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, দেশটির একাধিক নিরাপত্তা সংস্থা অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দেশটির সীমান্ত অতিক্রম করার সময় ৮৩৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এরই মধ্যে দেশ ছাড়ার চেষ্টাকালে ৩০ জনকে গ্রেপ্তার করা হয়।

সৌদি আরবে অবৈধভাবে প্রবেশে সহায়তা করার চেষ্টা করলে ১৫ বছরের জেল ও ১০ লাখ সৌদি রিয়াল (২ লাখ ৬৭ হাজার ডলার) পর্যন্ত জরিমানার আইন রয়েছে।

দেশটিতে বর্তমানে ২৩ হাজার ৮৯৩ জন অভিবাসীর বিরুদ্ধে বাসস্থান, সীমান্ত ও শ্রম আইন ভঙ্গের অভিযোগ রয়েছে।