ঢাকা, রবিবার ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ই আশ্বিন ১৪৩১

হবিগঞ্জের চুনারুঘাটে ১০ ইউপিতে নির্বাচিত হলেন যারা

চুনারুঘাট প্রতিনিধি : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ৬ জানুয়ারী ২০২২ ১১:৫৯:০০ পূর্বাহ্ন | সিলেট প্রতিদিন

পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ৪টি, বিএনপি ২টি, আওয়ামী লীগের বিদ্রোহী/স্বতন্ত্র ৩টি ও ১টিতে জামায়াত সমর্থিত স্বতন্ত্র প্রার্থী বিজয়ী  হয়েছেন।

প্রকাশিত ফলাফল অনুযায়ী পাইকপাড়া ইউনিয়নে ওয়াহেদ আলী মাস্টার, সাটিয়াজুরী ইউনিয়নে আব্দালুর রহমান আব্দাল, রানীগাঁও ইউনিয়নে মোস্তাফিজুর রহমান রিপন ও মিরাশী ইউনিয়নে মানিক সরকার নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন।

আওয়ামী লীগের বিজয়ী বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থীরা হলেন, আহম্মদাবাদ ইউনিয়নে জাকির হোসেন পলাশ, দেওরগাছ ইউনিয়নে মহিতুর রহমান সুমন ফরাজি ও চুনারুঘাট সদর ইউনিয়নে মাহবুবুর রহমান চৌধুরী।

বিএনপি সমর্থিত বিজয়ী স্বতন্ত্র প্রার্থীরা হলেন, গাজীপুর ইউনিয়নে মোহাম্মদ আলী ও উবাহাটা ইউনিয়নে এজাজ ঠাকুর চৌধুরী।

এছাড়াও শানখলা ইউনিয়নে বিজয়ী হয়েছেন জামায়াত সমর্থিত স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট নজরুল ইসলাম। জেলা নির্বাচন কর্মকর্তা মো. সাদেকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।