ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় আসন্ন রবি মৌসুমে বৈরী আবহাওয়ায় ভুট্টা, গম,সরিষা, ঝড়ের তান্ডবে বেশির ভাগ মাটিতে নুয়ে পরে গেছে। হরিপুর উপজেলা কৃষি অফিস সুত্রে জানা যায়, ৫৩.২৫ হেক্টর জমিতে ভুট্টা ৫৩.২৫ হেক্টর , গম ৪৯.৯০ হেক্টর, সরিষা ২১.৫০, হেক্টর জমিতে আবাদ হয়েছে । বিভিন্ন ইউনিয়নের কৃষকদের সাথে আলাপের তথ্যের ভিত্তিতে জানা যায়, উপজেলায় আলুর ব্যাপক লোকসান হয়েছে। কৃষক কে আলুর বর্তমান বিঘা প্রতি ৮/১০ হাজার টাকা লোকসান গুনতে হচ্ছে, গত রাত থেকে আজ শুক্রবার (৪-২-২০২২,) দুপুর পর্যন্ত ঝড় আর বৃষ্টিতে অনেক গাছের ডালপালা ভেঙ্গে পরেছে। আলুর লোকসান কাটিয়ে উঠতে না উঠতে আবার অসময়ে ঝরে কৃষকের মাথায় হাত।
২ নং আমগাঁও ইউনিয়নের চাষি মোঃ মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে, আমরা ধার-দেনা করে ফসল আবাদ করেছি। এই ভাবে একের পর এক লোকসান আমরা কিভাবে ঋণ শোধ করবো।
সরকারের সহায়তা না পেলে আমাদের আসন্ন বোরো মৌসুমে বিরাট ক্ষতির সম্মুখীন হতে হবে।
আমি কৃষি নির্ভর করে সংসার চালাই। আলুর লোকসান গুনতে হচ্ছে,এখন আবার ভুট্টা, গম, সরিষা, মাটিতে নুয়ে পরে গেছে, আর ভালো ফলনের সম্ভবনা নাই।