ঢাকা, সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১

হালদায় ইউ এন ও'র অভিযানে ৩ হাজার মিটার ঘেরা জাল জব্দ

নিজস্ব প্রতিবেদক: | প্রকাশের সময় : বৃহস্পতিবার ৩১ মার্চ ২০২২ ০২:৩৬:০০ অপরাহ্ন | চট্টগ্রাম প্রতিদিন
দক্ষিণ এশিয়ার প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হাটহাজারীর হালদা নদীতে ভ্রাম্যমান আদালত অভিযানে প্রায় ৩ হাজার মিটার অবৈধ ঘেরা জাল জব্দ করা হয়েছে।  
 
বৃহস্পতিবার (৩১ মার্চ) হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহিদুল আলমের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
 
 জানা যায়, ভোর ৬ টার দিকে  উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের নয়াহাট পয়েন্টে  থেকে অবিযানটি শুরু হয়ে সকার ৯ টা'র দিকে উপজেলার  গুমান মর্দ্দন ইউনিয়নের হালদার অংশে গিয়ে শেষ হয়। এ সময় প্রায  ৩ হাজার মিটার অবৈধ ঘেরা জাল জব্দ করে ভ্রাম্যমান আদালত।  অভিযানে আইডিএফ মৎস কর্মকর্তা রাব্বানী, গ্রাম পুলিশ ও সেচ্ছাসেবীগণ অংশগ্রহণ করেন।
 
অভিযানের সত্যতা স্বীকার করে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট (ইউএনও)শাহিদুল আলম  দৈনিক বায়ান্ন কে জানান,  বঙ্গবন্ধু মৎস হেরিটেজ এ হালদা নদী রক্ষায় উপজেলা প্রশাসন সদা তৎপর। হালদার প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় অভিযানের পাশাপাশি মানুষের সচেতনতা জরুরি।  হালদার মা মাছ, ডলফিন ও জীববৈচিত্র্য রক্ষায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সবসময় জেলেসহ সর্বসাধারণকে সতর্ক করে যাচ্ছি।  তিনি হালদা রক্ষায় এমন অভিযান চলমান থাকবে বলেও জানান।