ঢাকা, সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

হিলিতে বিনা মূল্যে দিনব্যাপী চক্ষু শিবির অনুষ্ঠিত

হিলি (দিনাজপুর) প্রতিনিধি : | প্রকাশের সময় : মঙ্গলবার ৪ জানুয়ারী ২০২২ ০৫:০৪:০০ অপরাহ্ন | দেশের খবর

দিনাজপুরের হিলিতে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মরহুম ছহির উদ্দিন এন, এস ফাউন্ডেশনের উদ্যোগে ও জয়পুরহাট খনজনপুর মিশন চক্ষু হাসপাতালের সহায়তায় বিনা মূল্যে দিনব্যাপী চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে।  গতকাল মঙ্গলবার সকাল ১০টায় দক্ষিণ বাসুদেবপুর গ্রামে এই চক্ষু শিবিরের উদ্বোধণ করেন সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি সাংবাদিক জাহিদুল ইসলাম, প্রেসক্লাবের সাবেক সভাপতি ডা. আলতাফ হোসেন, সাংবাদিক আব্দুল আজিজ, মোসলেম উদ্দীন ও লুৎফর রহমান।

জয়পুরহাট খনজনপুর মিশন চক্ষু হাসপাতালের চক্ষু চিকিৎসক মো. দেলোয়ার হোসেন বিনামুল্যে শতাধিক রোগীর চোখ পরীক্ষা-নিরীক্ষা সহ চিকিৎসা পরামর্শ দেন। এসময় ছানি অপারেশনের জন্য রোগী বাছাই করা হয়। আগামী ৬ জানুয়ারী তাদের বিনামুল্যে এই অপারেশন করা হবে।

সাংবাদিক জাহিদুল ইসলাম জানান, হাতের কাছে বিনামুল্যে চক্ষু চিকিৎসা সেবা পেয়ে এলাকার দুস্থ’, গরীব ও অসহায় মানুষেরা খুব খুশী হয়েছেন। এই ধারা অব্যাহত রাখা হবে।