মুজিব বর্ষে প্রধানমন্ত্রী কর্তৃক দেশব্যাপী ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ ঘর প্রদানের অংশ হিসেবে ৩য় পর্যায়ের দ্বিতীয় ধাপে ময়মনসিংহের ২৮৭ পরিবার জমিসহ ঘর পেয়েছেন। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভার্চুয়ালী উদ্বোধনের পর ময়মনসিংহের এ পরিবারগুলোর মধ্যে আনুষ্ঠানিকভাবে জমির দলিল ও ঘরের চাবি বুঝিয়ে দেওয়া হয়।
সেই সাথে ময়মনসিংহের ১৩টি উপজেলার মধ্যে ৪টি উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন পরিবারমুক্ত ঘোষণা করা হয়। উপজেলাগুলো হচ্ছে নান্দাইল, ফুলপুর, ফুলবাড়ীয়া ও ভালুকা।
এ উপলক্ষে জেলার নান্দাইল উপজেলার চর ভেলামারি আশ্রয়ন প্রকল্প সংলগ্ন মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধনমন্ত্রী শেখ হাসিনা সরাসরি ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে সুবিধাভোগিদের সাথে কথা বলেন। ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন, ময়মনসিংহের বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ^াস, রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য, পুলিশ সুপার মোঃ আহমার উজ্জামান, জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক ইউসুফ খান পাঠান, উপজেলা চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল, পৌর মেয়র মোঃ রফিক উদ্দিন ভূইয়া প্রমুখ অংশ নেন। পরে প্রধানমন্ত্রীর পক্ষে উপস্থিত অতিথিরা ২১ জন সুবিধাভোগির জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করেন।
অপরদিকে মুক্তাগাছা উপজেলা পরিষদের শহীদ মুক্তিযোদ্ধা হযরত আলী অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মনসুরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ এমপি ৬৩টি ভূমিহীন পরিবারের মাঝে জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে পৌর মেয়র মো. বিল্লাল হোসেন সরকার, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরব আলী, সহকারি কমিশনার (ভূমি ) রোমানা রিয়াজ, উপজেলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা আক্তার কাকলী ও থানার অফিসার ইনচার্জ মো. মাহমুদুল হাসান বক্তব্য রাখেন।