ঢাকা, রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

অভিমান ভেঙে নৌকায় উঠলেন আ.লীগ নেতা সেলিম জাহাঙ্গীর

ইমাম ফারাবী- (সোনাগাজী উপজেলা) ফেনী প্রতিনিধি : | প্রকাশের সময় : মঙ্গলবার ২১ ডিসেম্বর ২০২১ ১২:১৭:০০ অপরাহ্ন | চট্টগ্রাম প্রতিদিন
 
ফেনীর সোনাগাজী উপজেলার চরচান্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী, উপজেলা আ.লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নৌকা প্রতিকের সমর্থনে মাঠে নামলেন ইউনিয়ন আ.লীগের সভাপতি সেলিম জাহাঙ্গীর।
 
তিনি দলীয় পদে থেকে প্রকাশ্যে এর আগে জাতীয়  পার্টির সভাপতি হাজী আবু সুফিয়ানের লাঙল প্রতীকের পক্ষে গণসংযোগে যোগ দেয়ায় গত ১৮ ডিসেম্বর ওলামা বাজারে নৌকার পথসভায় সেলিম জাহাঙ্গীরকে বহিস্কারের ঘোষণা দিয়ে সহ-সভাপতি দুলাল কে ভারপ্রাপ্ত সভাপতি ঘোষণা দেন নেতারা। দলীয় নেতাদের বহিস্কারের ঘোষণায় সেলিম জাহাঙ্গীর নিজের ফেইসবুকে নিজের অভিমানের কথা লেখে স্ট্যাটাস দেন।
 
জেলা আ.লীগের দফতর সম্পাদক শহীদ উল্যাহ খোন্দকারের মধ্যস্থতায় সেলিম জাহাঙ্গীর মান-অভিমান ভুলে নৌকার পক্ষে গণসংযোগে মাঠে নেমে পড়েন।
তার সভাপতিত্বে চরচান্দিয়া ইউনিয়নের জমাদার বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে সোমবার বিকালে এক নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
 
ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইকবাল হাসান বিজয়ের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আ.লীগের দফতর সম্পাদক শহীদ উল্যাহ খোন্দকার। বিশেষ অতিথি ছিলেন সোনাগাজী উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক, পৌর মেয়র অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন, চরচান্দিয়া ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক আবদুর রহিম মানিক, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আবদুল মান্নান। আরো উপস্থিত ছিলেন আ.লীগ নেতা মো. শাহাজাহান, মহি উদ্দিন ও ফয়সল প্রমুখ।
 তফসিল ঘোষণার পর থেকে নির্বাচনী এলাকার চরচান্দিয়া ইউনিয়নবাসীর সাথে রাত-দিন মতবিনিময় ও গণসংযোগ অব্যাহত রেখেছেন মোশারফ হোসেন মিলন।