ঢাকা, রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

আজ থেকে অনলাইন ও অফলাইনে ঢাকা-কক্সবাজার রুটে ট্রেনের টিকেট বিক্রি শুরু

চট্টগ্রাম ব্যুরো : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ২৩ নভেম্বর ২০২৩ ০২:০৬:০০ অপরাহ্ন | চট্টগ্রাম প্রতিদিন

আগামী ১ ডিসেম্বর থেকে চালু হচ্ছে ঢাকা কক্সবাজার রুটে ‘কক্সবাজার এক্সপ্রেস’। আজকে বৃহস্পতিবার থেকে ঢাকা চট্টগ্রাম কক্সবাজার রুটের বাণিজ্যিক ট্রেনের টিকিট মিলবে। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, আজ বৃহস্পতিবার থেকে অনলাইন ও অফলাইনে মিলবে ট্রেনের টিকিট।

“কক্সবাজার এক্সপ্রেস” নামে একজোড়া বিরতিহীন ট্রেন ৭৮০ জন যাত্রী নিয়ে ছুটবে পর্যটন নগরীতে। আজ সকাল আটটায় অনলাইনে এবং কাউন্টারে নতুন এই ট্রেনের টিকিট দেওয়া হবে। ঢাকার পাশাপাশি চট্টগ্রাম স্টেশনের জন্যও টিকিট বরাদ্দ রাখা হয়েছে।

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, কক্সবাজার ঢাকা একজোড়া বিরতিহীন ট্রেন দিয়ে শুরু হচ্ছে বাণিজ্যিক যাত্রা। কোরিয়া থেকে নিয়ে আসা অত্যাধুনিক কোচে নিরাপদে ঢাকা থেকে কক্সবাজার এবং কক্সবাজার থেকে ঢাকায় মাত্র ৮ ঘণ্টায় পৌঁছে যাবেন ভ্রমণপিপাসুরা। ৭৮০ জন যাত্রী বহন করবে মোট ১৮টি কোচ। যেখানে থাকবে এসি চেয়ার কোচ ৮টি এবং ননএসি চেয়ার কোচ ১০টি। ‘কক্সবাজার এক্সপ্রেস’ ট্রেনের ১৮ বগির মধ্যে চট্টগ্রামবাসীর জন্য বরাদ্দ দেয়া হয়েছে মাত্র দুটি বগি। ‘কক্সবাজার এক্সপ্রেস’ এর ‘ঘ’ (স্নিগ্ধা) ও ‘ট’ শোভন চেয়ারের দুটি কোচ বরাদ্দ দেওয়া হয়েছে চট্টগ্রামের জন্য।

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ম্যানেজার রতন কুমার চৌধুরী বলেন, আগামী ১ ডিসেম্বর কক্সবাজার রুটের বাণিজ্যিক ট্রেনে অগ্রিম টিকিট বৃহস্পতিবার ২৩ নভেম্বর সকাল ৮টা থেকে চট্টগ্রাম রেল স্টেশনে ১, ২ ও ৩ ডিসেম্বরের টিকিট বিক্রি হবে। যাত্রীরা অনলাইনে এবং কাউন্টারে এসে টিকিট কাটতে পারবেন। রেলওয়ে অ্যাপস থেকে নিজের মোবাইলেও ঘরে বসে অনলাইনে টিকিট কাটতে পারবেন। চট্টগ্রাম থেকে এসি চেয়ারের প্রতি টিকিটের দাম ৪৭০ টাকা, শোভন চেয়ারে ২৫০ টাকা। চট্টগ্রাম থেকে মোট ১১৫টি টিকিট বিক্রি হবে।

জানা গেছে, কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি ঢাকার কমলাপুর স্টেশন ছাড়বে রাত সাড়ে ১০টায়। চট্টগ্রামে এসে পৌঁছাবে রাত ৩টা ৪০ মিনিটে। ২০ মিনিট যাত্রা বিরতি দিয়ে রাত ৪ টায় কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যাবে। কক্সবাজারে পৌঁছাবে সকাল ৬টা ৪০ মিনিটে। এছাড়া কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে ট্রেন ছাড়বে দুপুর ১২টা ৪০ মিনিটে। এই ট্রেন চট্টগ্রামে আসবে বেলা ৩টা ৪০ মিনিটে। আর ঢাকায় পৌঁছবে রাত ৯টা ১০ মিনিটে। গত ১১ নভেম্বর রেল নেটওয়ার্কে প্রবেশ করেছে পর্যটন নগরী কক্সবাজার। ১ ডিসেম্বর থেকে ঘুচতে চলেছে এই পথে বাণিজ্যিক ট্রেন চলাচলের অপেক্ষা। ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে কক্সবাজারের দূরত্ব ৫৩৫ কিলোমিটার। ঢাকা থেকে কক্সবাজারের পথে শোভন চেয়ারের ভাড়া ধরা হয়েছে ৫০৫ টাকা। প্রথম শ্রেণির চেয়ার ৬৭০ টাকা, শীতাতপ নিয়ন্ত্রিত স্নিগ্ধা শ্রেণির ভাড়া ৯৬০ টাকা। আর এসি সিট ও এসি বার্থের জন্য ভাড়া ধরা হয়েছে যথাক্রমে ১১৫৬ টাকা ও ১৭৩১ টাকা।