ঢাকা, রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

আনোয়ারায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ সম্পন্ন

রুপন দত্ত, আনোয়ারা : | প্রকাশের সময় : শুক্রবার ২৪ ডিসেম্বর ২০২১ ১২:১১:০০ অপরাহ্ন | চট্টগ্রাম প্রতিদিন

আনোয়ারায় দুই দিনব্যাপী  ৪৩ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উৎসব মূখর পরিবেশে সম্পন্ন হয়েছে।

 

২২ ও ২৩ডিসেম্বর উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে উপজেলা চত্বরে এই বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়। 

দুপুর ১টায় সমাপনী ও  পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ফেরদৌস হোসেন। 

 

মেলায় আনোয়ারা উপজেলার কলেজ, মাদ্রাসা ও মাধ্যমিক বিদ্যালয়সহ মোট ২৩ টি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা তাদের উদ্ভাবিত জিনিসসমূহ উপস্থাপন করে।

এর মধ্যে মেরিন একাডেমী স্কুল এন্ড কলেজ , আনোয়ারা সরকারি কলেজ,  শাহ মোহছেন আউলিয়া ডিগ্রি কলেজ, খাসখামা বালিকা উচ্চ বিদ্যালয়, আনোয়ারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় , বটতলী শাহ মোহছেন আউলিয়া

(রা:) উচ্চ বিদ্যালয় দুই ক্যাটাগরিতে ১ম , ২য় ,৩য় স্থান অর্জন করে।

 

মেলার দর্শনার্থীরা অনেক কৌতুহল ভরে এ সমস্ত উদ্ভাবিত ডিভাইস দেখে উচ্ছাস প্রকাশ করেছেন। এবং অনেকে এ সমস্ত ডিভাইসের কার্যকারিতা ও কিভাবে তৈরি করা যায় তা জানার আগ্রহ পোষণ করেছেন। সর্বোপরি বিজ্ঞান মনস্ক ছাত্র ছাত্রীদের মাঝে এ মেলা ও উদ্ভাবন সমূহ  প্রদর্শনী দারুন প্রভাব ফেলেছে।দুই দিন ব্যাপী এ আয়োজনের ভুয়সী প্রশংসা করেছেন সুশীল সমাজের প্রতিনিধি বৃন্দ।