বৃহস্পতিবার (২৩ডিসেম্বর) দিবাগত রাত ১টা থেকে ৩টার দিকে উপজেলার চাতরী ইউনিয়নের বৈলচূড়া গ্রামে এই চুরির ঘটনা ঘটে।
এই সময় উপজেলার চাতরী ইউনিয়নের বৈলচূড়া গ্রামের কালা বিবি চৌধুরীর বাড়ীর মোঃ শহীদুল আলম খান এর ২টি এবং একই বাড়ীর আবু তাহের এর ১টি মহিষ চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
এতে প্রায় ২লক্ষ ৬৫ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন মহিষ মালিক শাহেদুল ইসলাম ও আবু তাহের।
ভুক্তভোগী মোঃ শাহেদুল আলম খান বলেন,কিছুদিন আগে চাষাবাদ এবং বিক্রির উদ্দেশ্যে ২টি মহিষ ক্রয় করে বাড়ির উঠানে রেখে লালন-পালন করছি।বুধবার রাতে অন্যান্য দিনের মতো মহিষ দুইটি দেখেশুনে গোয়ালে রেখে ঘুমিয়ে পড়ি। আনুমানিক বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে গাড়ির আওয়াজ শুনে বের হয়ে দেখি একটি ট্রাক পালিয়ে যাচ্ছে।এই সময় গোয়াল ঘরে দেখি মহিষ দুইটি নাই।পরে আশেপাশে খবর নিয়ে জানতে পারি প্রতিবেশী আবু তাহেরের ও একটি মহিষ চুরি হয়ে যায়।
এই বিষয়ে আনোয়ারা থানার কর্তব্যরত ডিউটি অফিসার এস আই শাহজাহান জানাই, বেলচূড়া গ্রাম থেকে মহিষ চুরির একটি অভিযোগ থানায় এসেছে। আগামীকাল জানা যাবে কোন অফিসাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি বিষয়টি তদন্ত করবেন।