ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের ফেদিয়ারকান্দি গ্ৰামে এ ঘটনা। বুধবার বিকেলে আসমা নামের এক গৃহবধুর আত্মহত্যার খবর পাওয়া গেছে।
জানা যায়, উপজেলার চাতলপাড় ইউনিয়নের ফেদিয়ারকান্দি গ্ৰামের বাবু মিয়ার স্ত্রী আসমা আক্তার ১৬ বুলেট ট্যাবলেট খাওয়ার পর তার পরিবারের লোকজন জানতে পেয়ে জরুরী অবস্থা থাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে ভর্তি করায়, এর কয়েক ঘণ্টা পর কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এমতাবস্থায় আসমার মরদেহ রেখেই তার স্বামীর বাড়ির লোকজন পালিয়ে যাওয়ার ও অভিযোগ উঠেছে।
চাতলপাড় ইউনিয়ন পরিষদে মহিলা সদস্য সালমা আক্তার বলেন গতকাল বিকেলে শুনেছি বাবু মিয়ার স্ত্রী বুলেট ট্যাবলেট খেয়েছে পরে তাকে ব্রাহ্মণবাড়িয়া নিয়ে গেছে এবং গতকাল রাতে মারা গিয়েছে, আত্মহত্যার কারণ জানতে চাইলে তিনি বলেন কয়েক মাস আগে বাবুর বাড়িতে চলে আসে আসমা, মূলত তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল, পরবর্তীতে তাদের বিয়ে হয়, তারপর থেকে তো ভালোই চলছিল তাদের সংসার ।
জানা যায় নিহত আসমা আক্তার সরাইল উপজেলার তেলিকান্দি গ্ৰামের মেয়ে।