ঢাকা, বুধবার ২৭ নভেম্বর ২০২৪, ১৩ই অগ্রহায়ণ ১৪৩১

ইবির প্রশাসনিক পদে চার নতুন মুখ

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : | প্রকাশের সময় : রবিবার ২৯ সেপ্টেম্বর ২০২৪ ০৯:৫৯:০০ অপরাহ্ন | শিক্ষা
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ছাত্র উপদেষ্টা, পরিবহন প্রশাসক, আই.ই.আর-এর পরিচালক এবং অর্থ ও হিসাব শাখা চার
প্রশাসনিক পদে নতুন নিয়োগ দেওয়া হয়েছে। বিভিন্ন মেয়াদে তারা এ দায়িত্ব পালন করবেন। রোববার (২৯ সেপ্টেম্বর) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 
 
বিশ্ববিদ্যলের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ তাদের কে এসব পদে নিয়োগ দিয়েছেন। নতুন দায়িত্বপ্রাপ্তরা নিয়ম অনুযায়ী বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন বলে জানানো হয়েছে। 
 
বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, ছাত্র উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন আরবী ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড.ওবায়দুল ইসলাম। আগামী এক বছরের জন্য তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে। আই. আই.ই.আর-এর পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জনিয়ারিং বিভাগের অধ্যাপক ড.  ফারুকুজ্জামান খান। আগামী ৩ বছর তিনি এ পদে দায়িত্ব পালন করবেন।
 
অন্যদিকে পরিবহন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. এম. এয়াকুব আলী। এছাড়াও অর্থ ও হিসাব বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন অর্থ ও হিসাব শাখার উপ-পরিচালক আনার পাশা। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তারা এ পদে বহাল থাকবে বলে জানা গেছে।  
 
নতুন নিয়োগপ্রাপ্ত পরিবহন প্রশাসক অধ্যাপক ড. এম. এয়াকুব আলী বলেন, আমাকে এই দায়িত্ব দেয়ার জন্য প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি। এই সেক্টর থেকে সকল প্রকার অনিয়ম দুর্নীতি দূর করতে আমি সচেষ্ট থাকবো।