ঢাকা, শুক্রবার ২৯ নভেম্বর ২০২৪, ১৪ই অগ্রহায়ণ ১৪৩১

ইবি ঐক্যমঞ্চের দায়িত্বে সৌরভ ও নাহিদ

জামাল উদ্দীন, (ইবি) বিশ্ববিদ্যালয় প্রতিবেদক : | প্রকাশের সময় : মঙ্গলবার ১০ সেপ্টেম্বর ২০২৪ ০৮:১১:০০ অপরাহ্ন | শিক্ষা
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর জোট ‘ইসলামী বিশ্ববিদ্যালয় সামাজিক ও সাংস্কৃতিক মঞ্চ’ (ঐক্যমঞ্চ)-এর নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে প্রগতিশীল সামাজিক সংগঠন লণ্ঠন'র সভাপতি ইয়াশিরুল কবির সৌরভকে আহ্বায়ক এবং বুনন এর সভাপতি নাহিদুর রহমানকে সদস্য সচিব করা হয়েছে। ল অ্যাওয়ারনেস এন্ড এনলাইটেন্ড সোসাইটি (LAES) এর দায়িত্বশীল এর সম্মতিক্রমে  ঐক্যমঞ্চের দায়িত্ব গ্রহন না করায় আগামী ৩১শে ডিসেম্বর ২০২৪ ইং পর্যন্ত এ দায়িত্ব পালন করবেন তারা। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১ টায় টিএসসিসি ঐক্যমঞ্চের কক্ষে এটি অনুষ্ঠিত হয়।
 
সভায় ঐক্যমঞ্চের সদস্য সচিব রাবেয়া খাতুনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারঅ্যাক্ট ক্লাব ইসলামী বিশ্ববিদ্যালয় এর সাবেক সভাপতি ও বর্তমান ইবি প্রেসক্লাবের সভাপতি মনঞ্জুরুল ইসলাম নাহিদ। তিনি বিশ্ববিদ্যালয়ের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের ফান্ডের বিষয় উল্লেখপূর্বক ঐক্যমঞ্চের পরবর্তী কার্যক্রমের বিষয়ে দিক নির্দেশনা দেন। এছাড়াও ঐক্যমঞ্চের অধিভুক্ত ১২ টি সংগঠনের নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন। সদস্য সচিব হিসেবে নাহিদুর রহমান ঐক্যমঞ্চের পরবর্তী কার্যক্রমে এর অধিভুক্ত সংগঠন গুলোকে স্বতস্ফুর্ত অংশগ্রহণে আহ্বান করেন।
 
এসময় অন্তর্বর্তীকালীন আহ্বায়ক ইয়াশিরুল কবির সৌরভ বলেন, বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতার সূচনালগ্নে ঐক্যমঞ্চের দায়িত্ব পালনে এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের দাবি আদায়ে সাধারণ শিক্ষার্থীদেরকে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। 
 
এসময় ঐক্যমঞ্চের বিদায়ী সদস্য সচিব রাবেয়া খাতুন বলেন, ঐক্যমঞ্চ আসলে সব সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন গুলোর ঐক্যের জায়গা ৷ সবাইকে একতাবদ্ধ হয়ে বিশ্ববদ্যালয় ও দেশের সংকটকালীন সময়ে সহযোগিতায় এগিয়ে আসতে হবে। সুতরাং নতুন দায়িত্বশীলদের প্রতি আহ্বান থাকবে সব সংগঠনকে নিয়ে শান্তিপূর্ণভাবে ঐক্যমঞ্চকে পরিচালনা করার।
 
 
উল্লেখ্য, ইসলামী বিশ্ববিদ্যালয় সামাজিক ও সাংস্কৃতিক মঞ্চ (ঐক্যমঞ্চ) : ইসলামী বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল সব সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর জোট ‘ইসলামী বিশ্ববিদ্যালয় সামাজিক ও সাংস্কৃতিক মঞ্চ’ যা সংক্ষেপে ঐক্যমঞ্চ নামে পরিচিত। বিশ্ববিদ্যালয়ের সংগঠন ও সংগঠকদের স্বাভাবিক কার্যক্রম পরিচালনা ও শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যার সমাধান ও দাবি আদায়ে কাজ করে থাকে ঐক্যমঞ্চ।