ঢাকা, বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০২৪, ১৪ই অগ্রহায়ণ ১৪৩১

ভূমি সেবাকে প্রান্তিক মানুষের দৌড়গোঁড়ায় পৌঁছে দিতে চাই: সচিব সালেহ আহমেদ

সনত চক্রবর্ত্তী, ফরিদপুর | প্রকাশের সময় : বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০২৪ ০৮:০১:০০ অপরাহ্ন | দেশের খবর

ভূমি সেবাকে আরও সহজ করার কথা বলেছেন ভূমি মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব এ এস এম সালেহ আহমেদ। তিনি বলেন, ভূমি সেবাকে প্রান্তিক মানুষের দৌড়গোঁড়ায় পৌঁছে দিতে চাই।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেলে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লার সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন যুগ্ম সচিব ড. জাহিদ হোসেন, উপ-সচিব সেলিম আহমেদ, এমদাদুল হক চৌধুরী, ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক ইয়াসিন কবির।

সচিব বলেন, নামজারি প্রক্রিয়া অনলাইনের মাধ্যমে হওয়ায় এখন ভোগান্তি কমেছে। তবে মাঠপর্যায়ে যেসব ভূমি কর্মকর্তা রয়েছেন কাজের ক্ষেত্রে তাদের মানসিকতা আরও পরিবর্তন করতে হবে। মানুষের সেবা দেওয়ার সর্বোচ্চ মানসিকতা পোষণ করতে হবে।

সরকারি কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, সরকার চায় ভূমি সেবায় কোনোভাবে যেন সেবা গ্রহীতা হয়রানিতে না পড়েন। আমরা যারা ভূমি সেবা দেওয়ার কাজে সরাসরি যুক্ত, তাদের আরও আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।

 

 

বায়ান্ন/প্রতিনিধি/পিএ