বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) এবং পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের পরিচালক মো. আফজাল হোসেন। তিনি আগামী ৮ ডিসেম্বর থেকে রেলের ডিজি’র দায়িত্ব পালন করবেন। তিনি বর্তমান মহাপরিচালক সরদার সাহাদাত আলীর স্থলাভিষিক্ত হবেন। বৃহস্পতিবার রেলপথ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে আফজাল হোসেনকে মহাপরিচালকের চলতি দায়িত্ব দেওয়ার কথা জানানো হয়।
প্রশ্নের জবাবে ইঞ্জিনিয়ার আফজাল হোসেন গণমাধ্যমকে জানান, সন্ধ্যায়ই প্রজ্ঞাপন হয়েছে। আমি মহাপরিচালকের দায়িত্ব পেয়েছি।
বর্তমান ডিজি সাহাদাত আলী গত ১২ মার্চ বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের দায়িত্ব পেয়েছিলেন।