ঢাকা, সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ই পৌষ ১৪৩১

উন্নত চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়া ২৯ ডিসেম্বর লন্ডন যাচ্ছেন

সালেহ্ বিপ্লব, ঢাকা | প্রকাশের সময় : রবিবার ২২ ডিসেম্বর ২০২৪ ১১:১৯:০০ অপরাহ্ন | জাতীয়
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া: ফাইল ছবি

সমন্বিত চিকিৎসার জন্য আগামী ২৯ ডিসেম্বর লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রোববার (২২ ডিসেম্বর) রাতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমকে এ কথা জানান।

বিএনপি মহাসচিব বলেন, আশা করছি সবকিছু ঠিকঠাক থাকলে ম্যাডাম ২৯ ডিসেম্বর লন্ডনে যাবেন। তার সঙ্গে যাবেন চার-পাঁচজন চিকিৎসক। ইতোমধ্যে প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

জানা গেছে, সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে যারা যাচ্ছেন, তাদের মধ্যে রয়েছেন মেডিক্যাল বোর্ডের সদস্য ডা. শাহাবউদ্দিন এবং ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন। চিকিৎসকরা জানান, শারীরিকভাবে নতুন কোনো সমস্যার সৃষ্টি না হলে ২৯ ডিসেম্বর দিনের বেলায় এক ফ্লাইটে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন বেগম খালেদা জিয়া। 

অধ্যাপক ডা. জাহিদ হোসেন এর আগে জানিয়েছিলেন, উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে প্রথমে লং ডিসটেন্স স্পেশালাইজড এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে নিয়ে যাওয়া হবে। সেখান থেকে তাকে তৃতীয় একটি দেশে মাল্টিডিসিপ্ল্যানারি মেডিক্যাল সেন্টারে নেওয়া হবে।

বায়ান্ন/এসবি