ঢাকা, রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

কক্সবাজারে নাশকতা মামলায় বিএনপি-জামায়াতের ৮ নেতা-কর্মী গ্রেপ্তার

স.ম ইকবাল বাহার চৌধুরী, কক্সবাজার: | প্রকাশের সময় : বৃহস্পতিবার ২ নভেম্বর ২০২৩ ১২:৫৮:০০ পূর্বাহ্ন | চট্টগ্রাম প্রতিদিন

কক্সবাজারে পুলিশের অভিযানে নাশকতা মামলায় বিএনপি-জামায়াতের ৮ নেতাকর্মীকে গ্রেফতার করেছে।  হরতাল ও অবরোধকে কেন্দ্র করে পুলিশের দায়ের করা নাশকতার মামলায় ও বিএনপি-জামায়াতের নৈরাজ্য ঠেকাতে পুলিশ এ অভিযান পরিচালনা করে। গতকাল বুধবার অভিযান চালিয়ে কক্সবাজার সদর মডেল থানার পুলিশ ৭ জনকে এবং উখিয়া থানার পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।

 

 

কক্সবাজার সদর থানার ওসি রকিবুজ্জামান জানিয়েছেন, পুলিশ কক্সবাজার শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এ পর্যন্ত ৭ জনকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে ৪ জন বিএনপি ও ৩ জন জামায়াতের রাজনীতির সাথে জড়িত। বুধবার দুপুরে গ্রেপ্তার ৭ জনকে সোমবার সদর থানায় দায়ের করা ২ টি নাশকতার মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।

 

 

কক্সবাজার সদর থানায় গ্রেপ্তারকৃতরা হলেন, বিএনপি নেতা নতুন ফিশারী ঘাট এলাকার মো. ওসমান গণি (২৬), দক্ষিণ রুমালিয়ার ছড়ার নুরুল আলম (৪৭), জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক উত্তর নুনিয়ার ছড়ার মো. আব্দুল্লাহ (২৯), পৌরছাত্রদলের সাবেক সভাপতি শাহিনুল ইসলাম (৪১), জামায়াত নেতা বাঁশখালী এলাকার আব্দুল কাদের (২৬), আলীর জাহান এলাকার নুরুল আলম (৫৩), পূর্ব লারপাড়ার মো. দ্বীন ইসলাম (২০)।

 

 

অপরদিকে উখিয়া থানায় দায়ের করা মামলায় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হেলাল উদ্দিন সিকদারকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী।

 

 

তিনি জানিয়েছেন, মঙ্গলবার রাতে উখিয়া থানায় দায়ের করা নাশকতার মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার দুপুরে গ্রেপ্তারকে আদালতে পাঠানো হয়েছে।

 

 

হরতাল ও অবরোধকে কেন্দ্র করে কক্সবাজারে দুই দিনে ৬ টি থানায় ৮ টি মামলা দায়ের করেছে পুলিশ। এই ৮ টি মামলায় ১৩২ জনকে আসামি করা হয়েছে।

 

 

কক্সবাজারের পুলিশ সুপার মো. মাহাফুজুল ইসলাম বলেন, নৈরাজ্য সৃষ্টিকারী ও নাশকতার চেষ্টা করা হলে পুলিশ শান্তি শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় আইনানুগ সব ব্যবস্থা করবে। এ পর্যন্ত দায়ের করা মামলার এজাহাভূক্ত আসামি এবং সংঘটিত ঘটনার ছবি ও ভিডিও দেখে যাদের শনাক্ত করা হয়েছে তাদের বিরুদ্ধে অভিযান অব্যহত থাকবে।