মৌলভীবাজারের কমলগঞ্জের সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী আব্দুল বাছিতকে সংরক্ষিত বনের গাছ কর্তন করার অভিযোগে বনআইনে ২ বছরের কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ২ মাসের কারাদন্ডের রায় দিয়েছেন মৌলভীবাজার বন আদালত।
মঙ্গলবার মৌলভীবাজার বন আইনে এ সাজা দেওয়া হয়। আব্দুল বাছিত উপজেলার কমলগঞ্জ সদর ইউনিয়নের ভেড়াছড়া গ্রামের আব্দুর রউফের ছেলে।
মৌলভীবাজার বণ্যপ্রাণী পরিচালক জোলহাস উদ্দিন জানান, ২০১৬ সালে সংরক্ষিত বনের গাছ কর্তনের অভিযোগে মৌলভীবাজার আদালত আব্দুল বাছিতকে আসামী করে একটি মামলা করে বনবিভাগ। মামলার রায়ে আদালত তাকে ২ বছরের কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ২ মাসের জেল প্রদান করেন।