ঢাকা, শুক্রবার ৭ ফেব্রুয়ারী ২০২৫, ২৫শে মাঘ ১৪৩১

কালিয়াকৈরে গজারি বন থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

মো: মিজানুর রহমান, গাজীপুর | প্রকাশের সময় : বৃহস্পতিবার ২ জানুয়ারী ২০২৫ ০১:৩৭:০০ অপরাহ্ন | দেশের খবর

গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ৭নং ওয়ার্ডের মন্ডলপাড়া(পলানপাড়া) এলাকার সরকারি গজারি বনের আইয়ুব মন্ডলের টেক থেকে বৃহস্পতিবার সকালে অজ্ঞাতনামা (৩৫) যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে নিহতের পরিচয় এখনও সনাক্ত করা সম্ভব হয়নি। নিহতের 

পড়নে সাদা কালো চেক টি সার্ট ও খয়েরি রঙের লুঙ্গি রয়েছে। 

প্রাথমিকভাবে পুলিশের ধারনা যুবকটি নেশাগ্রস্ত প্রচন্ড শীতে তার মৃ*ত্যু হতে পারে । নিহতে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পলানপাড়া টু ওয়ালটন গেইট আঞ্চলিক সড়কের মাঝামাঝি পলানপাড়া ভারটেক্স স্কুলের অপজিটে সরকারি গজারি বনে ময়লার স্তূপে আগুন লাগানো অবস্থায় গতকাল বুধবার বিকাল থেকেই ওই যুবককে আগুন পোহাতে দেখেন স্থানীয়রা । পরে সকালে ওই আগুনের পাশেই যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে সকাল দশটার দিকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর মর্গে পাঠায় পুলিশ । তবে নিহত পরিচয় এখনো শনাক্ত হয়নি । নিহত পরিচয় সনাক্তে কাজ করছে পুলিশ ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কালিয়াকৈর থানার ওসি রিয়াদ মাহমুদ বলেন খবর পেয়ে ঘটনাস্থলে থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিচয় সনাক্তের চেষ্টা অব্যাহত রয়েছে । এ ঘটনা আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।