মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুর রহমান খোন্দকারের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় কুলাউড়া পৌর শহর ও রবিরবাজারের যানজট, ইভটিজিং, মাদক, বিদ্যুৎ সমস্যা, শিক্ষাপ্রতিষ্টান চলাকালে ইভটিজারদের উৎপাত প্রতিরোধে পুলিশী টহলের ব্যবস্থাকরন, অগ্নি-প্রতিরোধে বিভিন্ন দোকান-পাঠে ও মার্কেটে অগ্নিনির্বাহক যন্ত্র রাখার, ফায়ার সার্ভিসের শিক্ষাপ্রতিষ্টান ও বিভিন্ন হাট-বাজারে অগ্নি-প্রতিরোধে মহড়া, শব্দ দুষন প্রতিরোধ সহ সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় আলোচনায় অংশ নেন উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মেহেদী হাসান, কুলাউড়া থানার ওসি মোঃ আব্দুছ ছালেক, কমিটির সদস্য বিশিষ্ট আইনজীবি এড. এটিএম মান্নান, গিয়াস উদ্দিন আহমদ ও অরবিন্দু ঘোষ বিন্দু, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, কুলাউড়া সরকারি কলেজের অধ্যক্ষ (ভারঃ) মোঃ আব্দুল হান্নান, অধ্যক্ষ (অবঃ) সৌম্য প্রদীপ ভট্টাচার্য্য সজল, কুলাউড়া ইয়াকুব-তাজুল মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারঃ) এমদাদুল ইসলাম ভুট্টো, কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সের ডা: মইনুল ইসলাম, কুলাউড়া রেলওয়ে ষ্টেশন মাষ্টার রুমান আহমদ, কুলাউড়া ফায়ার সার্ভিস কর্মকর্তা মোঃ সোলায়মান আহমদ, পল্লী বিদ্যুতের এজিএম নাজমুল হক তারেক, বন বিভাগের রেঞ্জার রিয়াজ উদ্দিন, ইউপি চেয়ারম্যান মোছাদ্দিক আহমদ নোমান, আকবর আলী সোহাগ, মুহিবুল ইসলাম আজাদ ও খোরশেদ আহমদ খান সুইট, কুলাউড়া ব্যবসায়ী কল্যান সমিতির সম্পাদক এম আতিকুর রহমান আখই প্রমুখ।