ঢাকা, সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ৪ঠা অগ্রহায়ণ ১৪৩১

কুলাউড়ায় গৃহবধূ নির্যাতনের ভিডিও ভাইরাল, স্বামী আটক

কুলাউড়া প্রতিনিধি : | প্রকাশের সময় : মঙ্গলবার ১৮ এপ্রিল ২০২৩ ০৭:১৫:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন



মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় এক গৃহবধূকে শ্বশুর, স্বামী-দেবরের নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। পরে এ ঘটনায় পুলিশ ১ জনকে আটক করেছে। নির্যাতিত ওই গৃহবধূর নাম রোজিনা বেগম (২৫)। তিনি উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের সুলতানপুর গ্রামের বাসিন্দা। আটক ব্যক্তি ওই নির্যাতিত মহিলার স্বামী আব্দুস সালাম (৩২)। এ ঘটনায় অভিযুক্ত শ্বশুর ও দেবরসহ ২ জন পলাতক রয়েছে। সোমবার ১৭ এপ্রিল ওই গৃহবধূর নিজ বাড়ীতে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই গৃহবধূকে নির্যাতনের ভিডিও চিত্রটি ফেসবুকে ভাইরাল হয়ে পড়ে।


স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জের ধরে গৃহবধূ রোজিনা বেগমকে তার শ্বশুর সফিক মিয়া নির্দয়ভাবে টেনে- হেঁচড়ে বাড়ী থেকে বের করে দেওয়ার চেষ্টা করেছেন। গৃহবধূকে নির্যাতনের ২ মিনিট ৪৫ সেকেন্ডের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে পড়ে।

ঘটনার পর নির্যাতনের শিকার গৃহবধূ রুজিনা বেগমকে তার ভাই বাবুল মিয়া কুলাউড়া থানা পুলিশের সহায়তায় স্বামীগৃহ থেকে সোমবার সন্ধার পর উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় বাবুল মিয়া বাদী হয়ে মঙ্গলবার ১৮ এপ্রিল কুলাউড়া থানায় তার বোনের শ^শুর, স্বামী ও দেবরসহ ৩ জনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।

কুলাউড়া থানার এসআই হারুনুর রশীদ জানান, সোমবার ওই গৃহবধূকে নির্যাতনের ঘটনা ঘটে। পরে নির্যাতনের ভিডিওটি ফেসবুকে ভাইরাল হয়ে পড়ে। এ ঘটনায় নির্যাতিতা মহিলার স্বামীকে আটক করা হয়েছে। তবে ঘটনায় জড়িত শ^শুর ও দেবরসহ আরও ২ জন পলাতক রয়েছে। তাদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।