ঢাকা, শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৬ই অগ্রহায়ণ ১৪৩১

কুষ্টিয়ায় ইউনিয়ন চেয়ারম্যান সহ ছয় জনের যাবজ্জীবন

কুষ্টিয়া প্রতিনিধিঃ | প্রকাশের সময় : বৃহস্পতিবার ১০ নভেম্বর ২০২২ ০৪:৪৬:০০ অপরাহ্ন | দেশের খবর

কুষ্টিয়ায় একটি হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ ৬ (ছয়) জনকে সশ্রম  যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে বিজ্ঞ আদালত। সেই সাথে প্রত্যেক আসামিকে ২০ (বিশ) হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ১ (এক) বছর সশ্রম কারাদণ্ড ধার্য করেছেন কুষ্টিয়া জেলা ও দায়রা জর্জ।
আজ বৃহস্পতিবার (১০ নভেম্বর)  সকালে কুষ্টিয়া জেলা ও দায়রা জর্জ আদালতে৷ বিজ্ঞ বিচারক তাজুল ইসলামের নেতৃত্বে বেঞ্চ এ রায় প্রদান করেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া আদালতের সরকারি কৌঁসুলি (পি.পি.) এ্যাডঃ অনুপ কুমার নন্দী।
আদালতের রায়ে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামীরা হলেন, দহকুলা গ্রামের মৃত মঈনুদ্দিন বিশ্বাসের ছেলে কুষ্টিয়া সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক নেতা ও কুষ্টিয়া সদর উপজেলার ৩ নং আলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তারুজ্জামান বিশ্বাস (৫৩), তার ছোট ভাই হাবিল উদ্দিন বিশ্বাস (৪৮) ও বাবলু বিশ্বাস (৪৫), একই গ্রামের কামরুজ্জামান বিশ্বাসের ছেলে রাশেদুল ইসলাম বিদ্যুৎ (৩৪), মৃত জলিল গাইনের ছেলে মাসুদ গাইন (৩৭), আক্তারুজ্জামানের ছেলে মাহমুদ হাসান সবুজ (৩৩)। এই মামলায় ৩ (তিন) জনকে ৫ (পাঁচ) বছরের কারাদণ্ড অনাদায়ে আরো ১০ (দশ) হাজার টাকাকরে জরিমানা, বাকি ১৫ (পনেরো) জন বেকসুর খালাস পান। রায় ঘোষনার সময় রাশেদুল ইসলাম বিদ্যুৎ ও মাসুদ গাইন (পালাতক)  ছাড়া সবাই আদালতে উপস্থিত ছিলো।
আদালত সূত্রে জানাযায়, ২০১৬ সালের ২৮ এপ্রিল সকাল বেলা কুষ্টিয়া সদর উপজেলা ৪ নং আলামপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনের ঠিক আগ মুহুর্তে নির্বাচন কে কেন্দ্র করে দহকুলা গ্রামে সোহরাব উদ্দিন মোল্রার ছেলে মোল্লা মাসুদ করিম লাল্টুকে কুপিয়ে হত্যা করে আসামীরা। এরপর নিহতের বড় ভাই মাহবুবুল করিম মোল্লা বাদি হয়ে কুষ্টিয়া আদালতে হত্যা মামলা করেন।
মামলার তদন্ত শেষে ২০১৭ সালের ৪ জানুয়ারি তদন্ত কর্মকর্তা আদালতে প্রতিবেদন দাখিল করেন। এরপর আদালত স্বাক্ষীদের স্বাক্ষগ্রহন শেষে মামলার রায়ের তারিখ ঘোষনা করেন। কয়েকটি তারিখ পরিবর্তন হয়ে আজ (১০ নভেম্বর)  রায় ঘোষনা করেন আদালত।
রায সম্পর্কে আদালতের সরকারি কৌঁসুলি (পি.পি.) এ্যাডঃ অনুপ কুমার নন্দী জানান, আদালতে স্বাক্ষীদের স্বাক্ষগ্রহন শেষে আসামীরা দোষী প্রমানিত হওয়ায় এ রায় ঘোষনা করেন। আসামীরা উচ্চ আদালতে আপিল করবেন বলেও জানান তিনি।