ঢাকা, শুক্রবার ৪ অক্টোবর ২০২৪, ১৯শে আশ্বিন ১৪৩১

কেয়ার বাংলাদেশের উদ্যোগে শরণখোলা উপজেলার কৃষি কর্মকর্তাদের একদিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।

মোঃ নাজমুল ইসলাম সবুজ, শরণখোলা (বাগেরহাট) : | প্রকাশের সময় : মঙ্গলবার ১ অক্টোবর ২০২৪ ১০:০২:০০ অপরাহ্ন | খুলনা
কেয়ার বাংলাদেশের উদ্যোগে শরণখোলা উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা ও নবপল্লব স্টাফদের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। শরণখোলা উপজেলার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কার্যালয়ের প্রশিক্ষণ কক্ষে কেয়ার বাংলাদেশের উদ্যোগে কৃষকদের নবপল্লব প্রকল্পের অভিযোজিত কৃষি কার্যক্রম সম্পর্কে ধারণা প্রদান করে দারিদ্র্য ও প্রান্তিক পরিবারের জন্য কৃষি উৎপাদনশীলতা আয় বৃদ্ধির জন্য বর্তমান জলবায়ু পরিবর্তনের প্রভাব বিবেচনা করে প্রদর্শনী প্লট,ভার্মিকম্পোস্টিং এর মত কৃষি সম্পর্কিত কার্যক্রমের জন্য পরিকল্পনা প্রণয়ন, প্রকল্প সম্পর্কিত কৃষি-জলবায়ু সেবা বিষয়ক পরিষেবা নিয়ে আলোচনা, কৃষক মাঠ ও ব্যবসা স্কুল স্তরে নবপল্লবের কৃষি সম্পর্কিত কার্যক্রম বাস্তবায়নের জন্য কৃষি কর্মকর্তাদের সাথে সম্পর্ক গড়ে তোলা এবং সহযোগিতা জোরদার করা বিষয়ক ধারণা প্রদান করা হয়। কেয়ার বাংলাদেশের নবপল্লব প্রোজেক্টের জোনাল ম্যানেজার লুৎফা পারভীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শরণখোলা উপজেলার উপজেলা কৃষি কর্মকর্তা দেবব্রত সরকার তখন আরো উপস্থিত ছিলেন সিরিয়ার অফিসার গোলাম মোয়াজ্জেম মিল অফিসার নুসরাত জাহান প্রজেক্ট অফিসার ফাতেমা আক্তার দৈনিক প্রতিদিনের কথা পত্রিকার শরণ খোলা প্রতিনিধি মোঃ শামীম হাসান সুজন ও শরণখোলা উপজেলার  কৃষি উপসহকারী কর্মকর্তাবৃন্দ।



সবচেয়ে জনপ্রিয়