আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৮ আসনে নৌকার মাঝি হতে চান ৩১ জন। চট্টগ্রাম-৮ আসনে নৌকার মাঝি হতে এ পর্যন্ত (২৩ নভেম্বর) ৩১ জন দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন।
দলীয় সূত্র জানায়, বাংলাদেশ আওয়ামী লীগ তাদের দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করে শনিবার (১৮ নভেম্বর) থেকে। সারা দেশের ৩হাজার ৩৬২ জন চারদিনে আওয়ামী লীগের দলীয় মনোনয় সংগ্রহ করেছেন। যার মধ্যে অনলাইনে ফরম বিক্রি হয়েছে ১২১টি। বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের দলীয় কার্যালয় থেকে বাকি ফরম বিক্রি হয়েছে।
জানা যায়, যেসব ব্যক্তি ও নেতা আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তাদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন: চট্টগ্রাম ৮ আসনে বর্তমান সংসদ সদস্য ও নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদসহ তালিকায় রয়েছেন সিডিএ’র সাবেক চেয়ারম্যান আবদুচ ছালাম ও তাঁর ভাই সৈয়দ নজরুল ইসলাম। উল্লেখযোগ্য আরও হচ্ছেন, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষনা সম্পাদক মোহাম্মদ আবদুল কাদের সুজন, সাবেক কাউন্সিলর কফিল উদ্দিন খান, মো, আরশেদুল আলম, কাউন্সিলর মো. মোবারক আলী, বেলাল হোসেন, সাবেক এমপি বাদলের স্ত্রী সেলিনা খান, এস.এম কফিল উদ্দিন, সাবেক এমপি মোছলেম উদ্দিন আহমদের মেয়ে কাজী শারমিন সুমী, নগর যুবলীগের সহ-সভাপতি মো. নূরুল আনোয়ার,সাবেক মন্ত্রী নূরুল ইসলাম বিএসসির ছেলে মুজিবুর রহমান, সাবেক কাউন্সিলর তাহের,আওয়ামী লীগ নেতা ব্যারিস্টার মনোয়ার হোসেন,উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মো. মনছুর আলম পাপ্পি,মো. সাইফুল ইসলাম।
বোয়ালখালী (শ্রীপুর–খরনদ্বীপ ইউনিয়ন ব্যতীত) এবং চসিকের ৩, ৪, ৫, ৬, ৭ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত চট্টগ্রাম-আট আসন। ইতিমধ্যে একাধিক প্রার্থী মাঠে থাকায় দলটির সামনে বড় চ্যালেঞ্জ হেভিওয়েট ও গ্রহণযোগ্য প্রার্থী চূড়ান্ত করা। বিশেষ করে, গত ৫ ফেব্রুয়ারি সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদের মৃত্যুতে চট্টগ্রাম-৮ আসনটি শূন্য হয়।পরে উপনির্বাচনে জিতে আট মাসের জন্য সংসদ সদস্য নির্বাচিত হলেন আওয়ামী লীগের নোমান আল মাহমুদ। এর আগে ২০২০ সালে তিনবারের নির্বাচিত মহাজোটের শরিক জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) মঈন উদ্দীন খান বাদলের মৃত্যুতে আসনটি শূন্য হয়েছিল। সেবার উপনির্বাচনে মোছলেম উদ্দিন আহমদ সংসদ সদস্য হয়েছিলেন।
চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম জহুর বলেন, ‘প্রধানমন্ত্রী চট্টগ্রাম ৮ আসনের জন্য যাকে যোগ্য মনে করবেন তাকে নৌকার বৈঠা তুলে দিবেন। আর প্রধানমন্ত্রীর স্বপ্ন ওয়ান সিটি টু টাউন বাস্তবায়নে চট্টগ্রাম ৮ আসনের জনসাধারণ নৌকা প্রতীক যে মনোনয়ন পাবে তাকে নির্বাচিত করতে কাজ করবে।’
নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ বলেন, 'গত উপনির্বাচনে প্রধানমন্ত্রী অল্প সময়ের জন্য সুযোগ দিয়েছে চেষ্টা করেছি উন্নয়ন করে যেতে। এবারও সেই সুযোগ অব্যাহত থাকে তাহলে প্রধানমন্ত্রী স্বপ্ন স্মার্ট বাংলাদেশ বিনির্মানে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবো।'
শুধু রাজনৈতিক দল নয় ভোট ও জনপ্রতিনিধি নির্বাচনের হিসেব-নিকেশ চলছে সাধারণ মানুষের মাঝেও। চট্টগ্রাম-আট আসনে প্রায় চার লাখ ৮৩ হাজার ১৪৫জন ভোটারের মধ্যে দুই লাখ ৩৭ হাজার ৬১৫ জন নারী ভোটার।