ঢাকা, মঙ্গলবার ৪ ফেব্রুয়ারী ২০২৫, ২২শে মাঘ ১৪৩১

কোটচাঁদপুরে বয়লার বিস্ফোরণে নিহত ২

বসির আহাম্মেদ, ঝিনাইদহ | প্রকাশের সময় : বুধবার ১৫ জানুয়ারী ২০২৫ ১০:৫৩:০০ পূর্বাহ্ন | দেশের খবর

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার বলুহর বাসস্ট্যান্ড এলাকায় কাঠ রিফাইন কারখানার বয়লার বিস্ফোরণে মিল্টন হোসেন (২৬) ও রাম কুমার (৫৫) নামের দুই জন নিহত হয়েছেন। সেসময় আহত হয়েছেন আরও ২ জন। মঙ্গলবার বিকেলে উপজেলা শহরের বলুহর বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- কোটচাঁদপুর উপজেলার সিঙ্গিয়া গ্রামের ওমর আলীর ছেলে মিল্টন হোসেন ও একই গ্রামের ক্ষিতিশের ছেলে রাম কুমার। তবে আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয়রা জানায়, কোটচাঁদপুর উপজেলার বলুহর বাসস্ট্যান্ড এলাকার মিজানুর রহমানের কাঠ ডিজাইন কারখানার ব্রয়লারে কাঠ দিয়ে তাপ দেওয়া হচ্ছিলো। সেসময় হঠাৎ বয়লার বিস্ফোরণ হয়ে যায়। এতে ওই কার খানার কাঠ মিস্ত্রি মিল্টন ও রাম ঘটনাস্থলেই মারা যায়। সেসময় আহত হয় আরও দুইজন। তাদের উদ্ধার করে প্রথমে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। সেখানে তাদের অবস্থার অবনতি হলে পরে তাদেরকে যশোর মেডিকেলে পাঠানো হয়।

স্থানীয় শওকত আলী জানান, কোটচাঁদপুর বলুহর বাসস্ট্যান্ড লাকায় মিজানুর রহমানের কাঠ রিফাইন কারখানায় বয়লার বিস্ফোরণের বিকট শব্দ শুনতে পায়। পরে সেখানে গিয়ে দেখতে পায় রাম কুমার ও মিল্টন হোসেন নামে দুজন মারা গেছে। ভিতরে আহত আরও দুজনকে উদ্ধার করে  কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স  ভর্তি করে।

কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কবির হোসেন মাতুব্বর জানান, ঘটনার সংবাদ শুনে ঘটনাস্থলে  পুলিশ নিয়ে নিজেই গিয়েছিলাম। রাম কুমার ও মিল্টন নামের দুই জন মারা গেছে। এ ঘটনায় আরও দুই জন আহত হয়েছেন। বয়লারে অতিরিক্ত তাপ দেওয়ার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। তবে নিহতদের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। বয়লার বিস্ফোরণে দুইজন নিহতের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।