ঢাকা, সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ই পৌষ ১৪৩১

কোম্পানীগঞ্জে নতুন নতুন এলাকা প্লাবিত

সিলেট ব্যুরো: | প্রকাশের সময় : বৃহস্পতিবার ৩০ মে ২০২৪ ০৯:২৮:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

সিলেটের কোম্পানীগঞ্জে গত ৩দিনের টানা বৃষ্টির সাথে পাহাড়ি ঢলে প্লাবিত হতে শুরু করেছে কোম্পানীগঞ্জের বিভিন্ন এলাকা।

 

বুধবারের পাহাড়ি ঢলে উপজেলার নিম্নাঞ্চল ও বৃহস্পতিবারের পাহাড়ি ঢল ও বৃষ্টিতে বিভিন্ন উঁচু উঁচু জায়গা নতুন করে প্লাবিত হতে শুরু করেছে। এদিকে উপজেলার ৩৫টি বন্যা আশ্রয় কেন্দ্র চালু করা হয়েছে। আশ্রয় কেন্দ্র গুলোতে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত কেউ আসেনি। উপজেলা প্রশাসন জানিয়েছে আশ্রয় কেন্দ্র গুলোর জন্য পর্যাপ্ত শুকনো খাবার বিশুদ্ধ পানিসহ সব ধরনের প্রস্তুতি রয়েছে।

 

উপজেলার ইসলামপুর পূর্ব, ইছাকলস, তেলিখাল ইউনিয়নের প্রায় ৭০ শতাংশ প্লাবিত হয়েছে। এ ছাড়াও ইসলামপুর পশ্চিম, উত্তর ও দক্ষিণ রণিখাই ইউনিয়নের প্রায় ৪০ শতাংশ পানির নিচে তলিয়ে গেছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় ইতিমধ্যে এই এলাকার মানুষ আতংকিত হয়ে পড়েছেন। ঘরবাড়ীতে পানি প্রবেশ করায় অনেকেই আত্মীয় স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছেন।

কোম্পানীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা সুনজিত কুমার চন্দ জানান, আমরা  উপজেলার বিভিন্ন জায়গা পরিদর্শন করেছি। পানি বন্দী মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ করেছি। এ ছাড়াও আশ্রয় কেন্দ্র গুলোতে লোকজন আসলে তাদের জন্য শুকনো খাবার, পানি বিশুদ্ধকরনট্যাবলেট সহ প্রয়োজনীয় সবকিছু পর্যাপ্ত রয়েছে। কোম্পানীগঞ্জ উপজেলার প্রায় অর্ধাংশের বেশি পানির নিচে তলিয়ে গেছে।