ঢাকা, বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০২৪, ১৪ই অগ্রহায়ণ ১৪৩১

গাজীপুরে কারখানায় হামলা, লুটপাটের ঘটনায় মানববন্ধন ও সংবাদ সম্মেলন

এম এইচ শাহীন, গাজীপুর | প্রকাশের সময় : বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০২৪ ১০:৪৮:০০ পূর্বাহ্ন | দেশের খবর

গাজীপুরে একটি কারখানায় হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট ও মারধর করে জখম করার প্রতিবাদে এবং সন্ত্রাসীদের বিচারের দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন হয়েছে।

বুধবার (২৭ নভেম্বর) সকালে গাজীপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

মাহবুব গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের হেড অব অ্যাডমিন মো. জিয়াউর রহমান বলেন, মাহবুব গ্রুপের বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। গত সাতবার প্রতিষ্ঠানটি গাজীপুর জেলা ও মহানগরের মধ্যে সর্বোচ্চ করদাতা হিসেবে স্বীকৃতি প্রাপ্ত।‌ কাশিমপুর ইউনিয়নের বারেন্ডা এলাকায় অবস্থিত তাদের ফ্রোজেন ফুড কারখানায় দীর্ঘদিন চাঁদা দাবি করে না পেয়ে গত ২১ নভেম্বর ৫০- ৬০ জনের সন্ত্রাসী দল অতর্কিতভাবে মারাত্মক অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায়। এসময় ব্যাপক ভাঙচুর করা হয় এবং বিভিন্ন মালামাল লুটপাট করে নিয়ে যায়। এতে তাদের প্রায় ৭৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।