গাজীপুরে নিখোঁজের ছয় দিন পর জঙ্গলে পাওয়া গেল আবদুল বারী (৪৬) নামে এক অবসরপ্রাপ্ত সেনাসদস্যের লাশ। পূর্বশত্রুতার জেরে তাঁকে হত্যা করা হয়েছে বলে পুলিশের ধারণা।
রোববার (৯ জানুয়ারি ) বেলা ১১টার দিকে গাজীপুরের চাপুলিয়া মফিজ উদ্দিন খান মডেল উচ্চবিদ্যালয়সংলগ্ন রেললাইনের পশ্চিম পাশের জঙ্গল থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
নিহত আবদুল বারী গাজীপুরের দক্ষিণ চতর সেলিম ভিলা রোডে ভাড়া বাসায় থাকতেন। তাঁর গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট থানার গোপীনাথপুর এলাকায়।
নিখোঁজের পর নিহত আবদুল মান্নানের স্ত্রী জোসনেয়ারা পারভীন গাজীপুর মেট্রোপলিটন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, আবদুল বারী গাজীপুরের বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি নামের একটি কারখানায় কর্মরত ছিলেন। ৩ জানুয়ারি সকাল সোয়া সাতটার দিকে তিনি খেজুরের রস আনার জন্য বাসা থেকে বের হয়ে নিখোঁজ ছিলেন।
গাজীপুর মেট্রোপলিটন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রফিউল ইসলাম জানান, এলাকাবাসী জঙ্গলে লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। বেলা ১১টার দিকে তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পূর্ব শত্রুতার জেরে তাঁকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।