ঢাকা, বুধবার ২৬ ফেব্রুয়ারী ২০২৫, ১৪ই ফাল্গুন ১৪৩১

গাজীপুরে মৃত ব্যক্তিকে আসামি করে ৩৩৪ জনের বিরুদ্ধে থানায় মামলা

এম এইচ শাহীন, গাজীপুর | প্রকাশের সময় : বুধবার ২৬ ফেব্রুয়ারী ২০২৫ ০২:৫৫:০০ অপরাহ্ন | দেশের খবর

গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৩৪ জনের নাম উল্লেখ করে শ্রীপুর থানায় মামলা করা হয়েছে। মামলার বাদী মোছা. মুর্শিদা খাতুনের বাড়ি নেত্রকোণার দুর্গাপুর থানার নলুয়াপাড়া গ্রামে।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত বছরের ৫ আগস্ট গাজীপুরের মাওনা চৌরাস্তায় পল্লী বিদ্যুতের মোড়ে আসামিদের এলোপাতাড়ি গুলিতে তার ছেলে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় ভালুকা জেনারেল হাসপাতালে মৃত্যুবরণ করেন।

এ ঘটনায় চলতি বছরের ২০ ফেব্রুয়ারি শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সাবেক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক, সাবেক ডিবিপ্রধান হারুন-অর-রশিদ, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ্ আল মামুনসহ ৩৩৪ জনকে আসামি করা হয়েছে।

এ ছাড়াও টেংরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুক, তেলিহাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী মনসুর মানিক, উত্তর পেলাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লুৎফর রহমান এবং জৈনাবাজারের আব্দুল আউয়াল কলেজের প্রতিষ্ঠাতা ও বিএনপি নেতা খোকন সরকারের নামও মামলায় রয়েছে। এদিকে মামলার ২৫৩নং আসামি হারুন মোড়ল।

তিনি গত বছরের ১৩ ডিসেম্বর রাতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। বিষয়টি নিশ্চিত করে তার বড় মেয়ে জান্নাতুন নাহার বলেন, গত বছরের ১৩ ডিসেম্বর আমার বাবা হারুন মোড়ল মারা গেছেন। কয়েক দিন ধরে শুনছি আমার বাবার নামে মামলা হয়েছে। অনেকেই আমাদের পরিবারকে ফোন দিয়ে মামলার বিষয়টি জানাচ্ছেন।

এ বিষয়ে গাজীপুর বারের আইনজীবী হাবিবুর রহমান বলেন, পুলিশকে অবশ্যই তদন্ত করে মামলা রুজু করতে হয়। মামলায় মৃত ব্যক্তির নাম থাকলে তা অবশ্যই পুলিশের গাফিলতি আর অদক্ষতা।

শ্রীপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জয়নাল আবেদীন মন্ডল বলেন, ৩৩৪ জনের নামে মামলার আবেদন করেছে। এটা অনেক বড় সংখ্যা। মামলার আগে যাচাই- বাছাই শেষ করতে পারিনি। আমরা মামলার তদন্ত শুরু করেছি। মৃত ব্যক্তির নাম বাদ দিয়ে চূড়ান্ত প্রতিবেদন প্রেরণ করা হবে।

 

বায়ান্ন/প্রতিনিধি/এসএ