ঢাকা, বুধবার ২৬ ফেব্রুয়ারী ২০২৫, ১৪ই ফাল্গুন ১৪৩১

জলঢাকায় ২ কেজি গাজা সহ আটক ২

হাসানুজ্জামান সিদ্দিকী হাসান, জলঢাকা | প্রকাশের সময় : বুধবার ২৬ ফেব্রুয়ারী ২০২৫ ০৩:৪৯:০০ অপরাহ্ন | দেশের খবর

নীলফামারীর জলঢাকায় ২ কেজি গাঁজা সহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব । 

মঙ্গলবার রাতে জলঢাকা উপজেলার গোলমুন্ডা  ইউনিয়নের গোলমুন্ডা বাজার থেকে গাঁজা  বিক্রি  ও পরিবহন করার কাজে ব্যবহৃত একটি বাজাজ মোটরসাইকেল  সহ তাদের আটক করা হয়। এবং 

আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন, জলঢাকা  উপজেলার গোলমুন্ডা ইউনিয়নের ভাবনচুর এলাকার আফতাব উদ্দিনের পুত্র বাহাদুল হোসেন(২৮), লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানার চর হলদিবাড়ি এলাকার মৃত শহর উদ্দিনের পুত্র আল আমিন (৩৫).

জলঢাকা থানা পুলিশ জানায়  র্যাব র্যাব গোপন সংবাদের ভিত্তিতে গোলমুন্ডা ইউনিয়নের ভাবনচুর এলাকায় অভিযান পরিচালনা করে ২ কেজি গাঁজা সহ পরিবহন করার কাজে ব্যবহৃত একটি বাজাজ মোটরসাইকেল  সহ ওই দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।। যাহার বাজার মূল্য অনুমান প্রতি কেজি ২০ হাজার টাকা করে মোট ৩৮ হাজার টাকা।

এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে জলঢাকা থানায় র্যাবের আব্দুল্রাহ মাসুদ বিজিবি,ডিএডি,জেসিও 

বাদী হয়ে ২০১৮ এর ৩৬/১ সারনির ১৯/ক,৩৮,৪১,ধারায় মামলা রুজু করা হয়।