ঢাকা, বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০শে কার্তিক ১৪৩১

গুলিস্তানে শহীদ মতিউর পার্কে অভিযান: হকারদের ৫০০ গাড়ি জব্দ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা | প্রকাশের সময় : মঙ্গলবার ১২ নভেম্বর ২০২৪ ০৩:৪৫:০০ অপরাহ্ন | জাতীয়

রাজধানীর গুলিস্তানের শহীদ মতিউর পার্কে একটি ব্যাপক অভিযান চালিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।

মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে এই অভিযানে অন্তত ৫০০ গাড়ি জব্দ করা হয়।

ডিএমপি সূত্রে জানা যায়, সকাল ১১টা থেকে গুলিস্তান জিরো পয়েন্ট ও আশপাশের এলাকায় উচ্ছেদ অভিযানের পরিকল্পনা ছিল। অভিযানের খবর পেয়ে হকাররা তাদের ভ্যান ও গাড়িগুলো পার্শ্ববর্তী শহীদ মতিউর পার্কে লুকিয়ে রাখে। পরে পুলিশ ও সিটি করপোরেশনের দল পার্কে অভিযান চালিয়ে গাড়িগুলো জব্দ করে।

ডিএমপি ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনার নজমুল হাসান জানান, "আমরা প্রতিদিন গুলিস্তানে চারবার অভিযান চালাই, কিন্তু অভিযানে এসে রাস্তায় কোনো গাড়ি পাওয়া যায় না। পরবর্তীতে আমরা তথ্য পাই যে, অভিযান এলে হকাররা গাড়িগুলো পার্কে রেখে দেয় এবং দল চলে গেলে আবার রাস্তায় ফিরে আসে। আজ আমরা সিটি করপোরেশনের সহায়তায় পার্কেই অভিযান পরিচালনা করেছি।"

তিনি আরও বলেন, "পার্কে গাড়ি রাখার বিষয়ে কোনো বৈধতা নেই। আমরা টিকিট পেয়েছি যা স্থানীয় ইজারাদারদের মাধ্যমে দেওয়া হয় বলে ধারণা করা হচ্ছে। তবে এটি সিটি করপোরেশনের ইজারার আওতায় বৈধ কিনা, সে বিষয়ে স্পষ্ট ধারণা নেই।"

এ অভিযানে ডিএমপির ট্রাফিক ও ক্রাইম বিভাগ, সিটি করপোরেশন ও সেনাবাহিনী একসাথে কাজ করেছে। অবৈধ ও ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। গত ১৫ দিনে, ট্রাফিক বিভাগ সাড়ে ২৪ হাজার অবৈধ ও ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে।

তিনি আরও জানান, রাস্তা দখলে ব্যবহৃত এসব গাড়ি সিটি করপোরেশন বাজেয়াপ্ত করেছে। মঙ্গলবার প্রায় পাঁচশত গাড়ি জব্দ করা হয়।

 

বায়ান্ন/এএস