ঘূর্ণিঝড় ‘দানা’ উত্তর ওডিশা ও আশপাশের এলাকায় অবস্থান করছে এবং ধীরে ধীরে দুর্বল হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে, ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরগুলোতে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বিশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী, শনিবার সকাল পর্যন্ত চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা বন্দরকে ৩ নম্বর সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তাল সমুদ্রের কারণে মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে নিরাপদে অবস্থান করার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে, সন্ধ্যা ৬টার মধ্যে দেশের ১৩টি অঞ্চলের ওপর দিয়ে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। ঢাকাসহ রাজশাহী, পাবনা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
বায়ান্ন/এএস