ঢাকা, বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০২৪, ১৪ই অগ্রহায়ণ ১৪৩১

চকরিয়ায় বজ্রপাতে প্রাণ গেল গৃহবধূ ও কৃষকের

মোহাম্মদ উল্লাহ, চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি | প্রকাশের সময় : শুক্রবার ১৬ জুন ২০২৩ ০৯:২৪:০০ অপরাহ্ন | জাতীয়
কক্সবাজারের চকরিয়ায় পৃথকভাবে বজ্রপাতে প্রাণ গেল কৃষক ও গৃহবধূ'র। এ ঘটনায় নিহতদের পরিবারে চলছে শোকের মাতম।
 
শুক্রবার (১৬ জুন) সকাল ৮টায় উপজেলার কাকারা ইউনিয়ন ও সকাল ১০ টায় পৌরসভা
৭নং ওয়ার্ডের ঘুনিয়ারবিল গ্রামে এ ঘটনা ঘটে।
 
নিহত কৃষক ওসমান গণি (৫০) ওই এলাকার হাসান আলীর ছেলে। বজ্রপাতে নিহতের ঘটনাটি নিশ্চিত করেন স্থানীয় ইউপি সদস্য নাছির উদ্দীন ।
 
অপরদিকে, নিহত গৃহবধূ তসলিমা (৩২) ওই এলাকার সাইফুল ইসলামের স্ত্রী। 
 
স্থানীয় সূত্রে জানা যায়, সকালের দিকে চকরিয়ায় বৃষ্টি শুরু হয়। ওই সময় পৌরসভা ৭নং ওয়ার্ডের ঘুনিয়ারবিল গ্রামে ধানক্ষেত গরু দেখতে গিয়ে এ সময় আকস্মিক বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
 
অপরদিকে,সকালের দিকে উপজেলার কাকারা ইউনিয়ন কৃষক ওসমান গণি মাঠে নিজ ধানের জমিতে কাজ করার সময় হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। 
এ সময় বজ্রাঘাতে ওসমান গণি আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। খবর পেয়ে নিহতের পরিবারে লোকজন মাঠ থেকে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 
 
চকরিয়ায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,
হঠাৎ বৃষ্টির সঙ্গে বজ্রাঘাতে কৃষক ও গৃহবধূ'র নিহত হয়। ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে।