ঢাকা, বৃহস্পতিবার ১২ ডিসেম্বর ২০২৪, ২৮শে অগ্রহায়ণ ১৪৩১

চট্টগ্রামে টেলিভিশন বিস্ফোরণে বসতঘরে অগ্নিকাণ্ড

মো. মাসুদ রানা, চট্টগ্রাম | প্রকাশের সময় : বৃহস্পতিবার ১২ ডিসেম্বর ২০২৪ ০৫:০৭:০০ অপরাহ্ন | দেশের খবর

চট্টগ্রাম নগরের পাহাড়তলী এলাকায় টেলিভিশন বিস্ফোরণে দুই কক্ষবিশিষ্ট একটি আধাপাকা বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে বসতঘরটি। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ঝাউতলা মাজার গলি এলাকায় এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা যায়, সকাল ৯টা ৫০ মিনিটে আগুনের খবর পেয়ে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সকাল সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

ঘরের ভেতরে শোকেসের ওপর রাখা টেলিভিশন বিস্ফোরিত হয়ে আগুনের সূত্রপাত ঘটে। আগুনে ঘরের বিভিন্ন আসবাবপত্র পুড়ে গেছে।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ডলার ত্রিপুরা বলেন, বৈদ্যুতিক গোলযোগের কারণে টেলিভিশন বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। তবে এতে কেউ হতাহত হয়নি।

বায়ান্ন/প্রতিনিধি/একে