ঢাকা, রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

চট্টগ্রামে বিজয়ের দিনে ‘শুভ বিজয়ে শুভ বিবাহ’

তৌহিদুর রহমান : | প্রকাশের সময় : শুক্রবার ১৭ ডিসেম্বর ২০২১ ০৮:২৪:০০ অপরাহ্ন | চট্টগ্রাম প্রতিদিন

 

দেখতে মনে হবে বিয়ে চলছে মহা ধুমধামে গতানুগতিক নিয়মে বর-কনে,বরযাত্রী,কনেপক্ষ ,বর-কনের অভিভাবক সকলেই উপস্থিত,চলছে বিয়ে উপলক্ষে পোলাও ,খাসী মুরগীর রোস্ট দিয়ে অতিথি আপ্যায়ন সবকিছু।ব্যতিক্রম শুধূ আয়োজনে,স্টেজে বর-কনে সেজে বসে আছে দুই জোড়া যুবক-যুবতী, নেই কোন যৌতুক,হয়নি আকাশছোঁয়া কাবিনের টাকার জন্য পাত্র-পাত্রীর পরিবারের মধ্যে দরকষাকষি।সবকিছু আগে থেকে দু’পক্ষই বর আর কনের পরিবারকে নিয়ে ঠিক করে রেখেছেন সরকার অনুমোদিত সমাজসেবামূলক মানবিক সংগঠন ’আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন’।
 
চট্টগ্রাম নগরীর শাহ আমানত সেতু সংযোগ সড়কস্থ এক কিলোমিটার এলাকার মোহনা কমিউনিটি সেন্টারে স্বাধীনতার সূবর্ণজয়ন্তি উপলক্ষে ১৬ ডিসেম্বর (বৃহস্পতিবার) দিনব্যাপী এমন ব্যতিক্রমী বিয়ের আয়োজন করেন ’শামসুল হক ফাউন্ডেশন’।সকাল ১০ টা হতে আমন্ত্রিত অতিথিরা আসতে শুরু করেন,বর-কনে পক্ষ,আসেন আমন্ত্রিত গণমাধ্যমকর্মীরা,আয়োজক সহযোগীরা,স্বেচ্ছাসেবীরা।
 
শুধুমাত্র যৌতুকপ্রথা ছাড়া ধর্মীয় বিধান অনুযায়ী সামাজিক নিয়ম সম্পন্ন করে বিয়ে অনুষ্ঠানকে উৎসবমূখর ও স্মরণীয় করে রাখতে সাংসারিক নিত্যপ্রয়োজনীয় সরঞ্জাম থেকে শুরু করে,বিয়ের কাবিনের রেজিষ্ট্রি ফি, বর-কনের হানিমুন কক্সবাজারে ২রাত ২ দিন থাকা খাওয়ার ব্যবস্থাসহ,তাদের ঐতিহ্যবাহী পোষাক ও সাজে সজ্জ্বিত করে,আগত প্রায় ২৫০ জনেরও বেশী অতিথিদের দুপুরের খাবারের যাবতীয় খরচাদি বহন করেছে আর্ত-মানবতার সেবায় দেশের প্রত্যন্তাঞ্চল থেকে শুরু করে সারাদেশে মানবিকতার দৃষ্ঠান্ত রেখে চলা চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন ’আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন’।
 
আয়োজক শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী নাছির উদ্দীন জানান,টাকার জন্য অনেকে বিয়ে করতে পারছেনা,অভিভাবকেরা তাদের সন্তানদের আর্থিক সংকটের কারণে সমাজের চিরাচরিত নিয়মের বলী হয়ে বিয়ে দিতে পারছেননা, কাল্পনিক অংকে লাখ লাখ টাকা দেনমোহর ধার্য্য করে,উপহারের নামে নানাভাবে যৌতুক নির্ধারণ করে আজকাল যেসকল বিয়েগুলো হচ্ছে তা বৈধ বলা যাবেনা।সেক্ষেত্রে আজকের বিয়ের অনুষ্ঠান সম্পূর্ন্ন শরীয়াহ সম্মতভাবে নগদ দেনমোহরে অপরিশোধিত দেনমোহর আদায়ের জন্য ইসলামী ব্যাংকে মুদরাবা মোহর সঞ্চয়ী হিসাব (এমএমএসএ) খোলা হয়েছে।তিনি আরও বলেন মাত্র ৫০ হাজার টাকায় বিয়ে সম্পন্ন করা যায় তা শামসুল হক ফাউন্ডেশন দেখিয়েছে,নগদ কাবিনের এ বিয়ের কর্মসূচী তিনি আগামীতেও চালু রাখতে চান এবং সামর্থবান ব্যক্তি ,সংগঠনকে এগিয়ে আসার আহবান জানান, এ ব্যাপারে যুবক যুবতীদের আগ্রহী করতে প্রচারণা চালানোর আহবান জানান।সাথে সাথে তিনি জানান স্বাধীনতা দিবস ২৬ মার্চও এ কর্মসূচী আয়োজনে আগ্রহীদের তিনি শামসুল হক ফাউন্ডেশনের সাথে যোগাযোগ করার কথাও জানান।
 
চট্টগ্রামের বাইরের থেকে কেউ আগ্রহী হলে তাদের জন্য এসি বাসে চট্টগ্রামে আসা যাওয়ার টিকেট দেওয়ার ঘোষনা দেন ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী নাছির উদ্দিন।
প্রসঙ্গত করোনাকালীন সময়ে বিভিন্ন মানবিক কাজ শুরু করে শামসুল হক ফাউন্ডেশন।বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদতবার্ষিকীতে গরিব-অসহায়দের জন্য চালু করা হয় লঙ্গরখানা। প্রতিদিন  ২০০-৩০০ মানুষকে লঙ্গরখানায় খাওয়ানো হয়।করোনা রোগীদের জন্য অক্সিজেন ব্যাংক, হ্যালো হসপিটালে কর্মসূচীতে বিনামূল্যে চিকিৎসা ও অপারেশন,গৃহহীনদের গৃহদান, কর্মহীনদের কর্মসংস্থান ও পানিতে ভাসমান মসজিদ নির্মাণের মাধ্যমে ইতোমধ্যে বেশ সুনাম কুড়িয়েছে শামসুল হক ফাউন্ডেশন।