দেশে চলমান পরিস্থিতিতে সারা দেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আনসার-ভিডিপি দায়িত্ব পালনকালে জেলা পরিষদের সামনে দেড় কোটি টাকার মাদক, মোবাইল ফোন, বাংলাদেশী ও ভারতীয় নগদ টাকা উদ্ধার করা হয়েছে।
গত শনিবার (১০ আগষ্ট) গভীর রাতে চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের সামনে আনসার বাহিনীর দায়িত্ব পালনকালীন সময়ে এসব উদ্ধার করা হয়। এ বিষয়টি নিশ্চিত করেছেন আনসার-ভিডিপি’র জেলা কমান্ড্যান্ট শরিফুল ইসলাম।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ জেলা কমান্ড্যান্ট শরিফুল ইসলামের নির্দেশনায় ও সার্কেল অ্যাডজুট্যান্ট সেলিম রেজার নেতৃত্বে এবং এফ,এস মাসুদ রানা’র সমন্বয়ে একটি টিম শনিবার রাত ১ টার দিকে জেলা পরিষদের সামনে কয়েকজন দুর্বৃত্তদের ধাওয়া দিলে তারা ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে ব্যাগের ভিতরে তল্লাশি চালিয়ে ৯ টি প্যাকেটে ১ কেজি ৩০০ গ্রাম হেরোইন, ২৫ টি প্যাকেটে ১০ হাজার পিস ইয়াবা, ৩৭ টি মোবাইল ফোন, ভারতীয় রুপি ৫০০ টাকার ৪২ টি নোট এবং বাংলাদেশী ৫০০ টাকার ৪০ টি নোট উদ্ধার করা হয়।