বগুড়ার শিবগঞ্জে বিষাক্ত সাপের কামড়ে মাইশা আনজুম মৌ (১৭) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সে শিবগঞ্জ পৌর এলাকার তেঘরী মধ্যপাড়া গ্রামের মজনু মিয়ার কন্যা। জানা যায়, মাইশা আনজুম মৌ (১৭) ও তার ছোট বোন মোবাশ্বিরা আক্তার (৮) প্রতিদিনের ন্যায় শয়নকক্ষে খাটে ঘুমায়। হঠাৎ করে রাত দুইটার দিকে মৌ এর পায়ে বিষাক্ত সাপ কামড় দিলে সে অসুস্থ হয়ে পড়ে। সঙ্গে সঙ্গে রাতেই তাকে শিবগঞ্জ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। এ ব্যাপারে মৌ এর পিতা মজনু মিয়া ও তার মা নুর নাহার বেগম বলেন, প্রতিদিনের ন্যায় আমার দুই মেয়ে শয়নকক্ষের খাটে ঘুমায়। হঠাৎ করে ঘুমন্ত অবস্থায় একটি বিষাক্ত সাপ মৌ'এর পায়ে ছোবল দিলে সে মারা যায়। আজ সকালে পার্শ্ববর্তী গ্রামের একজন ওঝা এসে শয়নকক্ষে অনেক খোঁজাখুজি করার পর বিষাক্ত সাপটির কোনো সন্ধান মেলেনি। তারা আরো বলেন আমার এই মেয়েটা বিবাহের কথা বার্তা চলছিল। মৌ শিবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করার পর বিভিন্ন কলেজে ভর্তির জন্য অনলাইনে আবেদন করেছে। এ ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।