বগুড়ার শিবগঞ্জের ধাওয়াগীর উচ্চ বিদ্যালয়ের বহিস্কৃত প্রধান শিক্ষক শহিদুল ইসলাম সরকার মতুর্জাকে অপসারণের দাবীতে ইউএনও বরাবরে স্মারকরিপি প্রদান করেছে ভূক্তভোগী শিক্ষক ও কর্মচারীরা।
বৃহস্পতিবার দুপুরে প্রদানকৃত স্মারকলিপিতে বলা হয়, বহিস্কৃত প্রধান শিক্ষক মতুর্জা শিক্ষক কর্মচারীর টিউশন ফির চার লক্ষ একুশ হাজার টাকা আত্মসাৎ, সহকারী শিক্ষক মোজাফ্ফর হোসেন (ইংরেজি), শ্রী শ্যামল চন্দ্র (কাব্যতীর্থ), সারওয়ার জাহান মন্ডল (জীব বিজ্ঞান), শাহজ্জামান আলী (শারীর চর্চা) কনা বেগম (আইসিটি), আতিকুর রহমান (সহকারী প্রধান শিক্ষক), তাদের নিকট হইতে এমপিও ভুক্ত করনের কথাবলে নয় লক্ষ টাকা আত্মসাৎ, একই পদে একাধিক শিক্ষক হারুনুর রশিদ (সমাজ বিজ্ঞান), রফিকুল ইষলাম (সমাজ বিজ্ঞান), আতাউল ইসলাম (বাংলা), মেরিনা আক্তার (বাংলা), কে নিয়োগ দিয়েছেন, কিন্তু এমপিও ভুক্তি করছেন না বরং মামলার জট ধরিয়েছেন, চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগের কথা বলে নিয়োগ না দিয়ে ৩ জনের নিকট হইতে তেইশ লক্ষ টাকা আত্মসাৎ, বিদ্যালয়ের আসবাবপত্র, ফ্যান, ইট, অন্যান্য বিজ্ঞানাগারের যন্ত্রপাতি নিকটস্থ এক ব্যক্তির নিকট বিক্রয় করে অর্থ আত্মসাৎ, এলাকার সচেতন অভিভাবকদের সন্তানদের ভর্তি না করানো, দাতা সদস্য উজির আলীর স্ত্রীকে আয়া পদে নিয়োগ দিয়ে এমপিও ভুক্ত করার কথা বলে ৫ লক্ষ টাকা গ্রহন করে এমপিও ভুক্ত না করে উক্ত টাকা আত্মসাৎ, বিদ্যালয় জাতীয় কোন দিবস পালন না করা এবং বিদ্যালয়ে উপস্থিত না হওয়া, অত্র বিদ্যালয়ের শুরু থেকে যাবতীয় কাগজ পত্র তার বাসার রেখে সব কার্যক্রম তার বাড়ী থেকে পরিচালনা করা।
স্মারকলিপিতে আরও বলা হয়, সর্বক্ষেত্রে দুর্নীতিবাজ প্রধান শিক্ষক শহিদুল ইসলাম সরকার বাধাগ্রস্থ করে, কমিটির সদস্যদের মারপিট, আমাদেরকে স্কুলে না যাওয়ার হুমকিসহ বিভিন্ন অভিযোগ আনা হয়। স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন আতিকুর রহমান, হারুনুর রশিদ, টিপু সুলতান, সরওয়ার জাহান, মেরিনা খাতুন, আবু জাকারিয়া, শ্রী শ্যামল চন্দ্র বর্মন, রফিকুল ইসলাম, মোজাক্কির হোসেন, কনা বেগম, বেলাল হোসেন প্রমূখ।