ঢাকা, রবিবার ২৯ ডিসেম্বর ২০২৪, ১৫ই পৌষ ১৪৩১

ছাতকে উপহারের ঘর থেকে দিনমজুরের লাশ উদ্ধার

সুনামগঞ্জ প্রতিনিধি: | প্রকাশের সময় : বৃহস্পতিবার ১৯ মে ২০২২ ০২:২৯:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

সুনামগঞ্জ জেলার ছাতকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্তৃক মুজিব শতবর্ষ উপলক্ষে উপহারের একটি ঘর থেকে কবির হোসেন (৫২) নামে এক দিনমজুরের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার বিকেলে উপজেলার নোয়ারাই ইউনিয়নের কুপিয়া গ্রামের ‘বঙ্গবন্ধু মাতৃছায়া’ নামক এলাকার একটি কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়। তবে তার মৃত্যুর বিষয়ে প্রতিবেশী কেউ কিছুই বলতে পারছেন না।  

স্থানীয় সূত্রে জানা যায়, অবিবাহিত দিনমজুর কবির হোসেন সরকারী উপহারের এই ঘরে একাই বসবাস করতেন। বুধবার দুপুর পর্যন্ত প্রতিবেশী লোকজন তাকে অনেক ডাকাডাকি করেও কবির হোসেন ঘরের দরজা না খুলায় স্থানীয়রা বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমানকে জানালে তিনি এ বিষয়টি থানায় জানান।

থানার উপ-পরিদর্শক মোহাম্মদ আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহত ওই ব্যক্তির ঘরের দরজা ভেঙ্গে বিছানায় পড়ে থাকা অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়েছে।