ঢাকা, সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ই পৌষ ১৪৩১

ছাতকে দুই নাতির ছুরিকাঘাতে দাদির মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি : | প্রকাশের সময় : বুধবার ২৯ ডিসেম্বর ২০২১ ১২:২৩:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

পারিবারিক কলহের জের ধরে সুনামগঞ্জের ছাতকে দুই নাতির ছুরির আঘাতে খুন হয়েছেন তাছলিমা বেগম (৬৫) নামের এক বৃদ্ধা। তিনি উপজেলার নোয়ারাই ইউনিয়নের বারকাহন গ্রামের মৃত চান্দ আলীর স্ত্রী। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যারাত ৭টার দিকে তাছলিমা বেগমকে ঘর থেকে ডেকে নেয় তার নাতি হৃদয় হাসান (২০) ও মুন্না (১৮)। এসময় তারা বৃদ্ধা তাছলিমা বেগমকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। হৃদয় হাসান ও মুন্না গ্রামের বুরহান উদ্দিনের ছেলে এবং তাছলিমা বেগমের নাতি। বুরহান উদ্দিনের প্রথম স্ত্রীর দিকের সন্তান তারা।

এদিকে, ছুরিকাঘাতের পর আহত তাছলিমা বেগমকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু ঘটে। লাশ বর্তমানে ওসমানী হাসপাতালের মর্গে রয়েছে।

ছাতক থানার ওসি (ভারপ্রাপ্ত) মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এসময় ছুরিকাঘাতকারী হৃদয় হাসানের মা রানী বেগমকে আটক করে পুলিশ।

ওসি মিজানুর রহমান জানান, পারিবারিক কলহের কারণে এ খুনের ঘটনা ঘটেছে।