ঢাকা, সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ৪ঠা অগ্রহায়ণ ১৪৩১

ছাতকে সংঘর্ষে আহত যুবকের মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি: | প্রকাশের সময় : শুক্রবার ৫ মে ২০২৩ ০২:৩০:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন



সুনামগঞ্জের ছাতকে ছাগলে ধান খাওয়াকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষের ঘটনায় আহত আব্দুস সালাম খাঁন (৩৫ ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সালাম জাউয়াবাজার ইউনিয়নের সাউদেরগাঁও গ্রামের আব্দুল হক খাঁনের পুত্র।

জানা গেছে, বৃহস্পতিবার (৪ মে) সকালে সাউদেরগাঁও গ্রামে ছাগলে ধান খাওয়া ও পূর্বের মসজিদের জমির সীমানা চিহ্নিত করা নিয়ে গ্রামের খাঁন গোষ্টি ও শেখ গোষ্টির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের অর্ধ শতাধিক লোক আহত হন।

গুরুতর আহত  ইউনুছ খাঁন (৩০), আব্দুল মালিক (৩৫), ফরিদ খাঁন (৩৮), শিপা বেগম (১৮), আশিকুল ইসলাম (৩২), বদরুল আলম (১৮), মকবুল মিয়া (১১), আব্দুস সালাম খাঁন (৩৫) সহ ৩০জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাতেই আহত আব্দুস সালাম খাঁন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

মৃত্যুর খবর নিশ্চিত করে জাউয়াবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আহাম্মেদ উল্লাহ ভূঁইয়া বলেন, এ ঘটনায় কোন মামলা দায়ের হয়নি। জড়িত সন্দেহে ৫ জনকে আটক করা হয়েছে।