ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের প্রথম ধাপের খসড়া তালিকা প্রকাশ করেছে গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সেলের দলনেতা অতিরিক্ত সচিব খন্দকার জহিরুল ইসলাম এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, “জুলাই-আগস্ট মাসের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী শহীদ ও আহত ব্যক্তিদের সঠিক তালিকা প্রস্তুতের জন্য স্বাস্থ্যসেবা বিভাগ, স্বাস্থ্য অধিদপ্তর, দেশের ৬৪টি জেলার গঠিত জেলা কমিটি এবং বিশেষ সেল একযোগে কাজ করছে। এই প্রচেষ্টার অংশ হিসেবে প্রথম ধাপের খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে, যা সেলের ওয়েবসাইটে উন্মুক্ত রয়েছে।”
তালিকা যাচাই ও সংশোধনের বিষয়ে বলা হয়, এই খসড়া তালিকা আগামী ২৩ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। শহীদ ও আহত ব্যক্তিদের পরিবারের সদস্য, ওয়ারিশ বা প্রতিনিধিদের যাচাই/সংশোধন/মতামত প্রদান করতে অনুরোধ করা হয়েছে।
প্রকাশিত তালিকা নিয়ে মতামত, প্রাসঙ্গিক তথ্যের সংযোজন বা বিয়োজন করার মতো যেকোনো যুক্তিসঙ্গত প্রস্তাব সেলের ইমেইল ঠিকানা ([email protected]) এর মাধ্যমে আগামী ২৩ ডিসেম্বরের মধ্যে পাঠাতে হবে।
গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল প্রত্যাশা করছে, এই প্রক্রিয়ার মাধ্যমে শহীদ ও আহতদের একটি নির্ভুল তালিকা প্রণয়ন করা সম্ভব হবে, যা আন্দোলনের চেতনাকে আরও শক্তিশালী করে তুলবে।
গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের তালিকা প্রণয়ন একটি ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক তথ্য সংগ্রহ ও যাচাইয়ের মাধ্যমে এই তালিকা ভবিষ্যৎ গবেষণা এবং শহীদদের সম্মাননা প্রদানের ভিত্তি হিসেবে কাজ করবে।
এই প্রক্রিয়া চলমান থাকবে এবং প্রয়োজনীয় সংশোধন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার সক্রিয় অংশগ্রহণ কামনা করা হয়েছে।
বায়ান্ন/একে